মুসার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা

0

সিটিনিউজ ডেস্ক::আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের বিরুদ্ধে অর্থপাচার (মানি লন্ডারিং) প্রতিরোধ আইনে মামলা করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। সুইস ব্যাংকে ৯৬ হাজার কোটি টাকা রাখার বিষয়ে অস্বচ্ছ হিসাব দাখিল ও দুই কোটি ১৭ লাখ টাকা শুল্ক ফাঁকির অভিযোগে এ মামলা করা হয়েছে।

সোমবার সকালে সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) জাকির হোসেন বাদী হয়ে গুলশান থানায় মুসার বিরুদ্ধে মামলাটি করেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক মামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘সকাল দশটার পরে শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে একজন এসে মুসা বিন শমসেরের বিরুদ্ধে মামলা করেছেন।’

তবে বিস্তারিত জানতে শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মইনুল খানকে একাধিকবার টেলিফোন করলেও তাকে পাওয়া যায়নি।

শুল্ক গোয়েন্দাদের অনুসন্ধানে মুসার বিরুদ্ধে শুল্কমুক্ত সুবিধায় আনা একটি রেঞ্জ রোভার গাড়ি ভুয়া কাগজ দিয়ে রেজিস্ট্রেশন, বেনামে অবৈধ আর্থিক লেনদেন ও মানি লন্ডারিং অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এই মামলাটি শুল্ক গোয়েন্দারা তদন্ত করবেন।

মুসা ১৭ লাখ টাকা শুল্ক পরিশোধ দেখিয়ে ভুয়া বিল অব অ্যান্ট্রি প্রদর্শন করে একটি রেঞ্জ রোভার গাড়ি বেনামে রেজিস্ট্রেশন করেন। কিন্তু শুল্ক গোয়েন্দাদের অনুসন্ধানে দেখা যায়, এই গাড়ি আনার ক্ষেত্রে তিনি ২ কোটি ১৭ লাখ টাকার শুল্ক ও কর  ফাঁকি দিয়েছেন।

গত ২১ মার্চ তার গুলশানের বাড়িতে শুল্ক গোয়েন্দারা অভিযান চালিয়ে রেঞ্জ রোভারটি আটক করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.