মেধা বিকাশের জন্য মেধাবৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ- আবদুল কৈয়ুম

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : রিহ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান ও চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের সভাপতি আবদুল কৈয়ুম চৌধুরী বলেছেন, মেধা বিকাশের জন্য মেধাবৃত্তি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে মেধাবীর মূল্যায়ন হয় বলেই দেশ এগিয়ে যাচ্ছে। সমাজ এবং রাজনৈতিকভাবে মেধাবীদের কদর এখনো আছে, আগামীতেও থাকবে। মেধা নির্বাচনের জন্য শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অত্যন্ত গুরুত্ব বহন করে। আজকের মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনে দেশের কল্যাণে এগিয়ে আসবে।

বৃহস্পতিবার(১৫ জুন) সকালে উপজেলা অডিটোরিয়ামে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা’১৬ এর চন্দনাইশ জোনের পুরস্কার বিতরণী সভা চন্দনাইশ জোনের পরিচালক আমিনুল ইসলাম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিয়ন এর চেয়ারম্যান ও চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের সভাপতি মো. আবদুল কৈয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা সোলায়মান ফারুকী, শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি সংসদ এর সাবেক কেন্দ্রীয় পরিচালক মো. আবদুল হাকিম, অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী, অধ্যক্ষ আবুল কাসেম আনছারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগ এর প্রভাষক মো. এনামুল হক, অধ্যাপক এম এ হাশেম। প্রধান বক্তা ছিলেন শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের কেন্দ্রীয় সচিব মো. জামাল উদ্দীন রব্বানী।

পৌরসভা ছাত্রসেনার সভাপতি নুরুল আজম ও ওসমান শাহাদতের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়–য়া, মামুন উদ্দিন সিদ্দিকী, শাহাদাত হোসেন খোকন, শফিকুল ইসলাম, ফরদাহ হুসাইন, মো. ছাদেক, ওয়ালিদ আহমেদ, শহীদুল ইসলাম, আমির হোসেন, এহছানুল হক প্রমুখ। পরে বিভিন্ন শ্রেণিতে মেধাবী বৃত্তিপ্রাপ্ত শতাধিক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.