মেসি নিজেকে নির্দোষ দাবি করলেন

0

খেলাধুলা : বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিলির বিপক্ষে রেফারিকে গালি দেয়ার অপরাধে জাতীয় দলের হয়ে চার ম্যাচে নিষিদ্ধ করা হয় মেসিকে। মেসির এই শাস্তির বিরুদ্ধে সরব হয়েছে ফুটবলবিশ্ব। তবে অবশেষে মুখ খুললেন তিনি।

তিনি জানান, যে অপরাধে আমাকে শাস্তি দেয়া হয়েছে, এমন কোনো কাজই নাকি আমি করেননি! লাইন্সম্যানকে নাকি গালি দেয়নি, শুধু নিজের হতাশা প্রকাশ করেছি।

এছাড়া মেসির ক্লাব বার্সা ও ক্লাব সতীর্থ পিকেও পাশে দাঁড়িয়েছেন মেসির। এবার নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন মেসি। আর রেফারিকে গালি দেওয়ার অভিযোগ অস্বীকারও করলেন এই তারকা। আর্জেন্টিনার দৈনিক লা ন্যাসিওন মেসিকে উদ্ধৃতি করে লিখেছে, ‘রেফারিকে উদ্দেশ্য করে তিনি গালি দেননি। বরং হতাশা থেকে মন্তব্যগুলো আপন মনে বলছিলাম। ২৩ মার্চ আর্জেন্টিনা নিজেদের মাটিতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল চিলির। ওই ম্যাচে মেসির পেনাল্টি গোল থেকে কোনমতে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ম্যাচ চলাকালীনই ঝামেলা পাকান মেসি; তর্কে জড়িয়ে পড়েন লাইন্সম্যানের সঙ্গে।

ফিফার নিয়ম রয়েছে, ম্যাচ রেফারির পক্ষ থেকে কোনো খেলোয়াড়ের বিসয়ে লিখিত কোনো অভিযোগ পাওয়া গেলে তার বিপক্ষে যে কোনো অ্যাকশন নিতে পারে ফিফা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.