‘ম বাড়িত অন চইল নেই’

0

সাইফুল উদ্দীন, সাজেক থেকে ফিরে: ‘ম বাড়িত অন চইল নেই’ অর্থ আমার বাড়িতে চাউল নেই, এমন অর্তনাদ করে জানিয়েছে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার দূর্গম এলাকা সাজেকে বসবাস করা প্রায় শত বয়স বৃদ্ধ লোক পরাইন্না চাকমা।

তিনি জানান তার স্ত্রী বেশ কিছু বছর পূর্বে মারা গেছেন। তার একটি মাত্র মেয়ে সন্তান। কোন ছেলে সন্তান নেই তার।

তিনি মেয়ের সাথে বসবাস করেন। তার মেয়ের জামাই জুম চাষি। তারাও প্রায় বৃদ্ধ হয়েছেন। মেয়ের জামাই’র গত বছর জুম চায় ভালো হয় নি। তাই তাদের বাড়িতে রয়েছে খাবারের অভাব।

তিনি আরো জানান, তিনি অনেক বেলাই না খেয়ে ছিলো। কত বেলা জানতে চাইলে তিনি বলেন, এটা মনে নেই, তবে আজ সকাল থেকে এখন পর্যন্তও কিছু খায় নি।
এই বৃদ্ধ লোক আরো বলেন, চেয়ারম্যান আমাকে এখানে আসতে বলেছে। আসলে আমাকে চাউল দেবে। জানতে চেয়েছি তার সাথে কে এসেছে?

তখন তিনি বলেন, তার মেয়ে এসেছে। তিনি এখান থেকে চাউল পেলে তা বাসায় নিয়ে গিয়ে রান্না করে খাবেন। পরাইন্না চাকমা তাদের এই অবস্থা থেকে উত্তলণের জন্য সহযোগিতা চেয়েছেন সকলের কাছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.