যুক্তরাজ্যের ৭ শহরে ‘ভয়ংকর সুন্দর’

0

বিনোদন ডেস্ক,সিটিনিউজ :: যুক্তরাজ্যের বিভিন্ন শহরের সিনেমা হলগুলোতে শুরু হয়েছে বেঙ্গলি ফিল্ম ক্লাবের আয়োজনে বাংলা চলচ্চিত্র প্রদর্শন। চলতি মাসের শুরুতেই মোক্তাদির ইবনে ছালাম পরিচালিত বাউল শাহ আবদুল করিমের জীবন নির্ভর চলচ্চিত্র ‘রঙ্গের দুনিয়া’ প্রদর্শিত হয়েছিল ।

এবার অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ ছবিটি যুক্তরাজ্যের সাত শহরে প্রদর্শিত হবে।

এ বিষয়ে বেঙ্গলি ফিল্ম ক্লাবের পরিচালক স্বাধীন খসরু বলেন, “প্রবাসীরা বাংলা চলচ্চিত্র অনেক পছন্দ করেন। দেশের চলচ্চিত্রের প্রতি তাঁদের আগ্রহ অনেক বেশি।

‘রঙ্গের দুনিয়া’ ছবিটি সবাই ভালোভাবে গ্রহণ করেছিলেন। আশা করছি, ‘ভয়ংকর সুন্দর’ ছবিটিও সবার ভালো লাগবে।”

‘ভয়ংকর সুন্দর’ ছবিটি আজ লন্ডনের বলিয়ান শহরের সিনেমা হলে এবং সোমবার থেকে রসডেল, লেইস্টার, কার্ডিফ, ম্যানচেস্টার, লুটন ও ব্রিস্টল শহরে প্রদর্শিত হবে।

ছবিটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা ও কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়

ভাবনা ও পরমব্রত ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, লুৎফর রহমান জর্জ, অ্যালেন শুভ্র, দিহান প্রমুখ।

ছবির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। মতি নন্দীর লেখা ছোটগল্প ‘জলের ঘূর্ণি ও বকবক শব্দ’ অবলম্বনে ছবিটি নির্মাণ করা হয়েছে। চলতি বছরের ৪ আগস্ট ছবিটি সারা দেশে মুক্তি পেয়েছিল।

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা জানান, যুক্তরাজ্য ছাড়াও ছবিটি অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে প্রদর্শিত হওয়ার কথা রয়েছে বলে ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.