রাউজানে বাস চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

0

রাউজান প্রতিনিধি, সিটিনিউজ :: রাউজানে সড়ক দুর্ঘটনায় আরিয়ান মুহাম্মদ প্রিন্স (১৫) নামের এক তরুনের মৃত্যু হয়েছে

প্রবিত্র ঈদুল আযহার দিন শনিবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম-রাঙামাটি সড়কের বেরুলিয়া ব্রীজের পশ্চিম পার্শ্বে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুন রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের আবু মেম্বার বাড়ির প্রবাসী মুহাম্মদ বাবুর পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রামমুখী  একটি যাত্রীবাহী বাসের (চট্টমেট্রো-জ-১১-০০৭১) সাথে ধাক্কা লাগলে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে আরিয়ান।

এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন জে.কে মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, আরিয়ান তার চাচা খোকনের সাথে এক আত্মীয় বাড়িতে কোরবানী ফাতেহার গোশত নিয়ে গেলে সেখান থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চাচাও গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

নিহত আরিয়ানের এক আত্মীয় বলেন, ‘আরিয়ানরা স্বপরিবারে সংযুক্ত আরব আমিরাতের আল-আইনে থাকেন। সেখানে আল আইন জুনিয়র স্কুলের ছাত্র। কোরবান উপলক্ষে দেশে এসেছিল।

১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাত আল-আইন চলে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সে চলে গেলে না ফেরার দেশে।’

এ বিষয়ে রাউজান হাইওয়ে থানার ওসি আহসান হাবীব বলেন, ‘চট্টগ্রাম-রাঙামাটি সড়কে বাসের ধাক্কায় মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি, তারা না আসা পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না। উত্তেজিত জনতা বাসটি ভাংচুর করেছে বলে জানা গেছে। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.