রাঙ্গুনিয়ায় হোমিওপ্যাথি পরিষদের উচ্চতর সেমিনার অনুষ্ঠিত

0

 নিজস্ব প্রতিনিধি :  বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের (বাহোপ) রাঙ্গুনিয়া শাখার উদ্যোগে উচ্চতর হোমিওপ্যাথিক প্রশিক্ষণ ও বিজ্ঞান সেমিনার রাঙ্গুনিয়া শান্তিনিকেতন সুবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সেমিনারের বিষয় ছিল অ্যালুমিনা। সেমিনারে প্রবন্ধ পাঠ করেন ডা. কমল কান্তি দাস।

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের রাঙ্গুনিয়া শাখার সভাপতি ডা. হরিসাধন সাহার সভাপতিত্বে এবং ডা. সমীর কুমার দে-র সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ডা. রণজিত কুমার বিশ্বাস।

শুক্রবার (২৩ জুন) সকাল ১০টায় অনুষ্ঠিত হোমিওপ্যাথিক সেমিনারে প্রধান বক্তা ছিলেন বাহোপ কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ডা. অসীম কুমার শীল, আলোকিত বক্তা ডা. অশোক কুমার বড়ুয়া, আলোকিত অতিথি ছিলেন সুপ্রভাত বাংলাদেশের সহ-সম্পাদক কাঞ্চন মহাজন, বিশেষ অতিথি ছিলেন ডা.সুধীর চক্রবর্তী বিজয়, ডা. মধুসূদন বণিক। কোরআন তেলোয়াত করেন ডা. মো. শাহজালাল, গীতা পাঠ করেন ডা.রানা দত্ত, ত্রিপিঠক পাঠ করেন ডা. অরুণ বড়ুয়া।

আরও বক্তব্য দেন ডা. মনোজ দত্ত, ডা. ঝুন্টু কান্তি পাল, ডা. সনজিত কুমার দে, ডা. কনোজ দত্ত, ডা. গৌরপদ নাথ, ডা. মুহাম্মদ শহীদ উদ্দীন, ডা. কবিরাজ বিজয় সেন তালুকদার, ডা. দীপক দে, ডা. শ্যাম সুন্দর সাহা, ডা. সমল চৌধুরী শ্যামল, ডা. সজীব কুমার শীল, ডা. প্রদীপ কুমার রায়, ডা.সাইফুল ইসলাম সাজ্জাদ, ডা. রণি শীল, ডা.কনক বিশ্বাস, ডা. কীর্তিমান শীল, তন্ময় দাশ, ডা. শাহজালাল প্রমুখ। বক্তারা বলেন, অ্যালুমিনা যেকোন ধরনের বদভ্যাস দূর, কোষ্ঠকাঠিন্যসহ অনেক রোগ দূর করে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.