রাঙ্গুনিয়া বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভা

0

নিজস্ব প্রতিনিধি :   রাঙ্গুনিয়া বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শুক্রবার ২৩ জুন অনুষ্ঠিত হয়।

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের রাঙ্গুনিয়া শাখার সভাপতি সৌমেন চক্রবর্তীর সভাপতিত্বে ও ছোটন দে’র সঞ্চালনায় রাঙ্গুনিয়া রামকৃষ্ণ সেবাশ্রম কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সুপ্রভাত বাংলাদেশ’র সহ-সম্পাদক কাঞ্চন মহাজন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা সত্যপদ দে, সুভাষ দে, ডা. কনোজ দত্ত, ডা. সমীর দে, শ্রীকান্ত দে, রাজীব দত্ত, সমরেশ দে, চন্দন দত্ত, টুটুল কর, সৈকত চক্রবর্তী, কিরণ দে, অভি দে, অতনু দাশ প্রমুখ। সভায় গত অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাব দেন পরিষদের অর্থ সম্পাদক সুখবরণ চৌধুরী ।

সভার পূর্বে গীতা শিক্ষা প্রতিযোগিতার কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদ তুলে দেন উপদেষ্টা সত্যপদ দে, ডা. কনোজ দত্ত, ডা. সমীর দে, প্রশান্ত দে, সুখচরণ চৌধুরী, শ্রীকান্ত চৌধুরী, গীতা শিক্ষক প্রদীপ কুমার দে প্রমুখ। সভার শুরুতে সদ্যপ্রয়াত বেলুর মঠ প্রেসিডেন্ট স্বামী আত্মস্থানন্দজী মহারাজ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া সভায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ, ফান্ড সংগ্রহ, বার্ষিক উন্নয়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.