রাজধানীতে হোটেলে জঙ্গি অভিযান শেষ, নিহত ১

0

সিটিনিউজ ডেস্ক :  রাজধানী ঢাকার পান্থপথ হোটেল ‘ওলিও ইন্টারন্যাশনাল’ হোটেলের চারতলায় সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান শেষ হয়েছে।

সেখানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে সাইফুল ইসলাম (২১) নামে এক জঙ্গি নিহত হয়েছেন।

নিহত ওই জঙ্গির বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়। আত্মঘাতী ওই জঙ্গি খুলনার বিএল কলেজের শিক্ষার্থী ছিল।

এর আগে সোমবার মধ্যরাত থেকে পান্থপথের স্কয়ার হাসপাতালের পাশের ওলিও নামের হোটেলটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। পরে সকালে ওই আস্তানায় অভিযান চালানো হয়।

অভিযান চলাকালীন মঙ্গলবার(১৫ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে হঠাৎ ওই আস্তানায় বিস্ফোরণ হয়।

বিস্ফোরণে হোটেলটির একাংশের দেয়াল ভেঙে পড়েছে। এ সময় একজন আহত হয়েছে। তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলাবাগান থানার এস আই সারোয়ার হোসেন জানান, মঙ্গলবার ভোরে স্কয়ার হাসপাতালের কাছে হোটেল ওলিও ইন্টারন্যাশনাল নামের ওই হোটেলটি ঘিরে ফেলে

কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, হোটেলের যে কক্ষে বিস্ফোরণ ঘটেছে, আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবক সোমবার রাতে সেটি ভাড়া নেন।

বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। বর্তমানে পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা জঙ্গি আস্তানায় প্রবেশ করেছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.