রাজনীতিতে দুর্বৃত্তায়নদের ফলে ত্যাগীরা হারিয়ে যাচ্ছে: ফরিদ মাহমুদ

0

নিজস্ব প্রতিবেদক:: বর্তমান রাজনীতিতে দুর্বৃত্তায়নদের অনুপ্রবেশের ফলে সৎ-যোগ্য-ত্যাগী-পরিশ্রমী মাঠকর্মী ক্রমশই হারিয়ে যাচ্ছে। পেশীশক্তি সন্ত্রাসী, মাস্তানি, কালো বাজারি, মাদক ব্যবসায়ীদের আস্ফালনের কারণ স্বাভাবিক রাজনীতিতে বর্তমানে সমাজে সৎ-যোগ্য-ত্যাগী নেতাদের মূল্যায়ন কমে যাচ্ছে, পাশাপাশি তারা রাজনৈতিক কর্মসূচী থেকে দূরে সরে যাচ্ছে। আমাদের নেতাদের কাছে তোশামত করে সমাজবিরোধী কর্মকান্ডে নিজেকে জড়িয়ে আওয়ামী রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে দলকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা রহিমদাদ খাঁন বাদশার বাস ভবনে তার শয্যাপাশে নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে উপরোক্ত মন্তব্য করেন।

উল্লেখ্য, রহিম দাদ খান বাদশা চিকনগুনিয়া রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ কয়েক সপ্তাহ যাবৎ হসপিটালে চিকিৎসা নিয়ে বর্তমানে বাসায় বিশ্রামে আছেন। মায়ানমারের নাগরিক রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়ে জননেত্রী শেখ হাসিনা বিশ্বের ‘Mother of Huminity Bangladesh’ খ্যাতি অর্জন করেছেন। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে সুনাম অর্জন করেছে।

এ অগ্রযাত্রায় যুবলীগের নেতাকর্মীদের সৎ-যোগ্য-ত্যাগী মনোভাবে বলিয়ান হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য এস.এম. সাঈদ সুমন, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, মহানগর যুবলীগ নেতা জহির উদ্দিন সুমন, দেলোয়ার হোসেন সুমন, ওমর গণি মানিক, ইয়াছিন ভূঁইয়া, আনিসুর রহমান রনি, মো: রবিউল হোসেন লিটন, মো: ইসমাইল রানা, আফজাল খান, মামুনুর রহমান মামুন, আরিফ খান, ছাত্রনেতা রাকিব হায়দার, আওলাদ হোসাইন, মো: সাজ্জাদ খান, মো: শহিদুল ইসলাম পাপ্পু, ছাত্রনেতা আশরাফুল আলম সিদ্দিকী প্রমুখ। রহিমদাদ খাঁন বাদশার শারীরিক দ্রুত সুস্থতা কামনা করে, চিকিৎসার খোঁজ-খবর নেন এবং পরিবারবর্গের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.