রামগড়ে অপহৃত দুই ব্যক্তি উদ্ধার

0

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় উপজেলার যৌথখামার এলাকা থেকে দুই নিমার্ণ শ্রমিককে অপহরণের এক ঘন্টা মধ্যেই উদ্ধার করতে সক্ষম হয় রামগড় ৪৩, বিজিবির সদস্যরা।

জানা যায়, যৌথখামার এলাকায় বুধবার একটি কালর্ভাট এর কাজ চলার সময় চাঁদার দাবিতে কিছুসংখ্যক উপজাতি সন্ত্রাসী বেলা এগারটার দিকে বৈদ্যটিলার বাসিন্দা নিমার্ণ শ্রমিক নুরুল ইসলাম (৩০) ও ইসমাইল হোসেন (২৬)কে অপহরণ করে।

খবর পেয়ে, ৪৩ বিজিবি‘র অধিনায়ক লে.কনের্ল মো. জাহিদুর রশীদ পিএসসির তৎপরতায় পাশের দুগর্ম এলাকায় অভিযান চালিয়ে চৌধুরী বাজারের স্থানীয় কার্বারী বুলু মেম্বারের দোকান (টং ঘর) থেকে বুধবার বেলা ১২টায় তাদের উদ্ধার করা হয়।

৪৩, বিজিবির জোন এনসিও আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির দ্রুত অভিযানের কারণে সন্ত্রাসীরা অপ‎হ্নতদের বুলু মেম্বারের দোকানে ফেলে পালিয়ে যায়। পরে এখান থেকে এই দুই নিমার্ণ শ্রমিককে উদ্ধার করা হয়। ইউপিডিএফ এর কতিপয় সন্ত্রাসীই তাদের অপহরণ করে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.