রামগড়ে পরিবার কল্যাণ পরিদর্শিকা কে হয়রানির অভিযোগ

0

রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি: রামগড় উপজেলার নাকাপা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের এক পরিদর্শিকা কে স্থানীয় কতিপয় দুষ্ট প্রকৃতির লোক হয়রানী করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, অবসরজনিত এলপিআর-এ থাকা পরিবার কল্যাণ পরিদর্শিকা রত্না দেবী দত্ত এক যুগেরও বেশি সময় নাকাপা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি এক অফিস আদেশ পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দায়িত্ব হস্তান্তরের উদ্দেশে অফিসে রক্ষিত ফাইলপত্র ও মালামালের তালিকা তৈরি করতে কার্যালয়ে যায়। ওই সময় এলাকার কতিপয় বখাটে তাঁকে নাজেহাল করে।

রত্না দেবী দত্ত রোববার সকালে সাংবাদিকদের কান্নাজড়িত কন্ঠে জানান, ওই সময় ওত পেতে থাকা কতিপয় স্থানীয় কুচক্রিমহল তাঁর বিরুদ্ধে ওষুধ চুরির অভিযোগ এনে চোর সাব্যস্ত করতে প্রয়াস চালায়। এবং তাঁর সুনাম নষ্ট করার পাশাপাশি অশ্রীল গালমন্দ করে সামাজিকভাবে চরমভাবে নাজেহাল করে, যা এখনও অব্যাহত রয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পুলিশ বখাটেদের হাত থেকে তখন তাঁকে উদ্ধার করে।

তিনি আরও জানান, তাঁর দায়িত্ব পালন কালে সরকারি সম্পত্তি রক্ষা ও স্বাস্থ্যকেন্দ্রের অভ্যন্তরে মদ-জুয়াসহ নানা অসামাজিক কর্মকান্ডে বাধা দেওয়ার কারণে ওই দুষ্ট চক্রটি তাঁর ওপর ক্ষোব্ধ ছিল। তাই অবসরকালীন সময়ে তাঁকে বিভিন্ন অপবাধ দিয়ে হেনস্থা করতে চায়।

জানতে চাইলে রামগড় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাসুদ মামুন বলেন, রত্না দেবী দত্ত নির্দোষ। আমার নির্দেশে নিয়মানুযায়ীই সে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে মালামালের তালিকা তৈরি করছিল। বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে দুষ্ট চক্রটি তাঁর পেছনে লাগে। যা মোটেও উচিত হয়নি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.