রোহিঙ্গাদের ওপর সহিংসতার প্রতিবাদে মিরসরাইয়ে মানববন্ধন

0

মিরসরাই প্রতিনিধি, সিটিনিউজ :: মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদেরকে হত্যা, নির্যাতন ও ধর্ষনের প্রতিবাদে মিরসরাইয়ে মানববন্ধন করেছে উপজেলা কাওমী মাদ্রাসা পরিষদ।

সোমবার (২ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা কোর্ট রোডে আয়োজিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন মাদরাসার প্রায় ৫ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেয়।

মায়ানী মাদরাসার শিক্ষক মাওলানা জাহেদুল ইসলামের উপস্থাপনায় এবং সংগঠনের আহ্বায়ক আবুরহাট মনিরুল ইসলাম মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা শহীদুল ইসলামের সভাতিত্বে এসময় বক্তব্য রাখেন যুগ্ন আহ্বায়ক ও তেমুহানী মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা জমির উদ্দিন, জামালপুর মাদরাসার পরিচালক মাওলানা মকসুদ আহমদ, নয়দুয়ারিয়া মাদরাসার সহকারী পরিচালক মাওলানা জাফর উল্ল্যাহ, আবুরহাট মনিরুল ইসলাম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল আমিন, মিরসরাই নুরানী তালিমুল কোরআন মাদ্রাসার পরিচালক মাওলানা সাইফুল ইসলাম, বিষুমিয়ারহাট মাদ্রাসার পরিচালক মাওলানা আকবর আলী, মাওলানা নেয়ামত উল্ল্যাহ, মাওলানা আব্দুল হালিম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। রোহিঙ্গাদের মায়ানমারের নাগরিকত্ব দেওয়ার পাশাপাশি তাদের দ্রুত সময়ে মায়ানমারে ফিরিয়ে নিয়ে তাদের মাতৃভূমিতে নিরাপত্তা দেওয়ার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে উপজেলার ২৮ টি কাওমী মাদরাসা অংশগ্রহণ করে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.