রোহিঙ্গাদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে দালাল আটক

0

শহিদুল ইসলাম,উখিয়া : মিয়ানমারের সেনাবাহিনী মগ,ও নিরাপওার বাহিনীর নিযার্তনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কথা বলে জন প্রতি দুই হাজার টাকা করে চাঁদা নেওয়ার অভিযোগে এক দালাল কে আটক করেন নিবার্হী ম্যাজিস্ট্রেট। আটককৃত ব্যক্তি নাম রোস্তম আলী (৩৭)।

নাইক্ষ্যছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বেত বুনিয়া গ্রামের বশির আহম্মদের ছেলে। নিবার্হী ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান বলেন, রোহিঙ্গাদের নিকট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক দালালকে আটক করি। পরে ঘুমধুম পুলিশ ফাঁড়িতে সোপর্দ্দ করা হয়। ঘুমধুম পুলিশ ফাঁড়ির আইসি ইমন কান্তি বলেন সোমবার দুপুরে ঘুমধুম এলাকায় রোহিঙ্গাদের কাছ থেকে টাকা আদায় করার অভিযোগে আটক করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.