রোহিঙ্গাদের জন্য মানবিক সহযোগিতার কমতি নেই: বিভাগীয় কমিশনার

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেছেন, অবৈধভাবে অনুপ্রবেশকারী রোহিঙ্গা শরণার্থীদের সরকারি ও বেসরকারিভাবে বাংলাদেশী জনগণ ও সরকার সর্বাত্বক সহযোগীতা দিচ্ছে। অসুস্থ নারী শিশুদের ঔষধ ও চিকিৎসা অব্যাহত রেখেছে। রোহিঙ্গাদের জন্য বাংলাদেশীদের মানবিক সহযোগিতার কমতি নেই।

বিভাগীয় কমিশনার আজ তার কার্যালয় রোহিঙ্গা নাগরিকদের নিশ্চিতকরণ শীর্ষক বিভাগীয় আলোচনা সভায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শরণার্থীদের ২০টি ক্যাম্প করে রাখা হয়েছে। তাদের জন্য বিশুদ্ধ পানি পর্যাপ্ত গণশৌচাগার,নিরাপত্তা ব্যবস্থা,চিকিৎসা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মত বন বিভাগের ২০০০ একর জমিতে রোহিঙ্গাদের আপাতত জায়গা দেয়া হবে।

পুলিশের ডিআইজি এস এম মনির উজ্জামান বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে ১ হাজার ৮শত ২৬জন রোহিঙ্গাকে কক্সবাজারে পাঠানো হয়েছে।

গণ পরিবহনের মালিক শ্রমিকদের উদ্দেশ্য বলেন, রোহিঙ্গাদের কোন অবস্থায়ই আনা-নেয়া করা যাবে না। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয় পূর্বেই সতর্ক বাণী দেয়া আছে। কক্সবাজার ৬৫৮ পুলিশ সদস্য,১৬ প্লাটুন বিজিবি অতিরিক্ত মোতায়েন করা হয়েছে।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, (উন্নয়ন) সৈয়দা সারোয়ার জাহান, সিএমপি কমিশনার ইকবাল বাহার, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.