রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর ভূমিকা চায় বাংলাদেশ

0

সিটিনিউজ ডেস্ক:: রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে স্থায়ী ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সোমবার জাতিসংঘ সদর দফতরের ইকোসক চেম্বারে ‘রোহিঙ্গা সঙ্কট ও বাংলাদেশের মানবিক সহযোগিতা বিষয়ে’ জাতিসংঘের মানবিক সহায়তা ও জরুরি ত্রাণ বিষয়ক সমন্বয়কারী এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক্ সদস্য রাষ্ট্রগুলোর জন্য এক ব্রিফিংয়ের আয়োজন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

নিউইয়র্কে জাতিসংঘ স্থায়ী বাংলাদেশের মিশন থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

স্বাগত বক্তব্যে মার্ক লোকক্ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প সরেজমিন পরিদর্শনের সময় তার সাম্প্রতিক বাংলাদেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জোরপূর্বক বাস্তুচ্যূত এসব রোহিঙ্গাকে উদারভাবে আশ্রয় ও মানবিক সহায়তা দেয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

এ সময় তিনি রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের মানবিক সহায়তা পরিকল্পনা, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের দেয়া মানবিক সহায়তার কথা সদস্য রাষ্ট্রগুলোকে অবহিত করেন। এ প্রসঙ্গে আগামী ২৩ অক্টোবর জেনেভায় অনুষ্ঠেয় প্লেজিং কনফারেন্সের কথা উল্লেখ করে পরিকল্পনা বাস্তবায়নে বাকি সব প্রয়োজনীয় সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানান মার্ক লোকক্।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আমাদের প্রধানমন্ত্রী এ মানবিক আশ্রয়দানে অনন্য সাহসিকতা ও দৃঢ়তা প্রদর্শন করেছেন। অসহায় রোহিঙ্গাদের জন্য দ্বার উন্মুক্ত করে দিয়েছেন।

এ সময় তিনি নিজের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের ভিত্তিতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা নির্যাতনের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীর অমানবিক অবস্থার চিত্র তুলে ধরে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা সমস্যা সমাধানে স্থায়ী ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

স্পিকার বলেন, আমরা এ সমস্যার জরুরি সমাধান চাই, যাতে রোহিঙ্গা জনগোষ্ঠী নিরাপদভাবে এবং সম্মানের সঙ্গে তাদের ঘরে ফিরতে পারে এবং প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান ও অর্থপূর্ণ জীবন কাটাতে পারে।

এ সংকটের শিকড় মিয়ানমারে এবং এর সমাধানও মিয়ানমারেই নিহিত উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনৈতিক সদিচ্ছা থাকলে এ সমস্যার সমাধান সম্ভব।

ব্রিফিংয়ে ইউএনএইচসিআর, আইওএম, ইউনিসেফ, ডব্লিউএইচও, রেডক্রস অ্যান্ড রেডক্রিসেন্টের প্রতিনিধিরা ছাড়াও কুয়েত, তুরস্ক, সৌদি আরব, সুইডেন, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, মিয়ানমার, বাংলাদেশ ও ইইউয়ের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

পরে স্পিকার জাতিসংঘের সাবেক মহাসচিব ও অ্যাডভাইজরি কমিটি অন রাখাইন স্টেটের চেয়ারম্যান কফি আনানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি রোহিঙ্গা সঙ্কট নিয়ে একটি সুদূরপ্রসারী ও গঠনমূলক প্রতিবেদন উপস্থাপনের জন্য কফি আনানকে ধন্যবাদ জানান।

এ ছাড়া তিনি কফি আনানকে এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে তার ধারণা ও সুপারিশগুলো তুলে ধরার এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের অনুরোধ জানান।

চলমান পরিস্থিতিতে মানবিক ভূমিকা রাখার জন্য বাংলাদেশের সরকার ও জনগণের ভূয়সী প্রশংসা করেন কফি আনান। পাশাপাশি রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.