রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকে তাগিদ দিয়েছে কানাডা

0

শাহজাহান চৌধুরী শাহীন::মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে কক্সবাজারের উখিয়ার কুতুপালংএ আশ্রিত রোহিঙ্গদের ক্যাম্প পরিদর্শন করেছেন কানাডার গ্লোবাল এফেয়ার্স সহকারি উপমন্ত্রী ডোনাল্ড ববিয়াশ।

শনিবার দুপুরে বাংলাদেশে সফররত কানাডার গ্লোবাল এফেয়ার্স সহকারি উপমন্ত্রী ডোনাল্ড ববিয়াশ জানিয়েছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে ইতোমধ্যে মিয়ানমারকে তাগিদ দিয়েছে কানাডা। এবং মিয়ানমারের পক্ষ থেকে ইতিবাচক সাড়ার অপেক্ষায় আছে দেশটি।

এসময় বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনওয়া প্রেফন্টেন,আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার বাংলাদেশে প্রকল্প ব্যবস্থাপক পেপি সিদ্দিকসহ সংশ্লীষ্টরা উপস্থিত ছিলেন।

পরে প্রতিনিধি দল রেড ক্রিসেন্টের ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন। রোহিঙ্গাদের অকৃত্রিম সহযোগিতার জন্যে বাংলাদেশের ভূয়সি প্রশংসা করেন কানাডা সহকারি উপমন্ত্রী ডোনাল্ড ববিয়াশ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.