র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ব্রাজিল

0

স্পোর্টস ডেস্ক::ফিফা র‌্যাঙ্কিংয়ে ফের শীর্ষস্থান দখল করলো পাঁচবারের বিশ্বকাপ বিজয়ী ব্রাজিল। বৃহস্পতিবার সর্বশেষ আপডেটে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হটিয়ে এক নম্বরে উঠে এসেছে নেইমারের দেশ।

চিলিকে হারিয়ে কনফেডারেশন কাপ জিতে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে এসেছিল জার্মানি। তবে এক মাস যেতে না যেতেই ব্রাজিলের কাছে শীর্ষস্থান হারাতে হয় জার্মানিকে।

যথারীতি তিন নম্বরেই আছে মেসির আর্জেন্টিনা। চার ও পাঁচ নম্বরে আছে সুইজারল্যান্ড ও পোলান্ড। দুই ধাপ নিচে নেমে ছয়ে জায়গা হয়েছে রোনালদোর পর্তুগালের।

বহু মাস ধরে আন্তর্জাতিক ম্যাচের বাইরে বাংলাদেশ। তারপরেও এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ১৯০ থেকে বাংলাদেশ এখন ১৮৯-এ।

বিশ্বের মোট ২০৬টি দেশ নিয়ে হয় এই র‌্যাঙ্কিং। সবার নিচে রয়েছে টোঙ্গা। পাকিস্তানের স্থান হয়েছে ২০০ নম্বরে। র‌্যাঙ্কিয়ে দারুণ উন্নতি হয়েছে ভারতের। ৯৭ নম্বরে উঠে এসেছে দেশটি। আফগানিস্তান রয়েছে ১৫৬ নম্বরে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.