লক্ষ্মীপুরে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

0

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর শহরের মা ও শিশু প্রাইভেট হাসপাতালে ডাক্তারদের ভুল চিকিৎসায় মো. সিয়াম (১০) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার রাত ১০টার দিকে ওই হাসপাতালে অপারেশন করার সময় সিয়ামের মৃত্যু হয়।

ওই ঘটনায় মঙ্গলবার সকালে হাসপাতালের পরিচালক শহিদুল ইসলাম রানাকে আটক করা হয়েছে।

নিহত সিয়াম রায়পুরের পৌর মধুপুর গ্রামের প্রবাসী আমির হোসেনের ছেলে। সে সোনাপুর দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

ঘটরা পর রায়পুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের ডা. আবদুল রশিদ ও ঢাকা থেকে আগত ডা. রহুল আমিন পলাতক রয়েছেন। তবে রুহুল আমিনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

সিয়ামের মা পারভিন বেগম বলেন, দুপুরে ছেলের পেটের ব্যাথা নিয়ে হাসপাতালে আনেন। রাতে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে বলে তার ছেলেকে অপারেশনে নেয় ডাক্তাররা। এ সময় তার মৃত্যু হয়। তার অভিযোগ ভুল চিকিৎসার কারণে তার ছেলের মৃত্যু হয়েছে।

রায়পুর থানার অফিসার ইনচার্জ(ওসি) লোকমান হোসেন বলেন, শিশু মৃত্যুর ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.