লঙ্কানকে ৩২১ টার্গেট দিল ভারত

0

খেলাধুলা : চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে লঙ্কানদের সামনের ৩২১ রান করেছে ভারত। লঙ্কানদের জয়ের জন্য দরকার ৫০ ওভারে ৩২২ রান।

ভারতের হয়ে দুর্দান্ত শতক হাঁকিয়েছে উদ্বোধনী ব্যাটসম্যান শেখর ধাওয়ান। ১২৮ বলে ১২৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ১৫ টি চার ও ১ টি ছয়ের মার ছিল। ইনিংসের ৪৫ তম ওভারে মালিঙ্গার বলে আউট হয়ে ফিরে যান ধাওয়ান। এছাড়া রোহিত শর্মা ৭৮ ও মাহেন্দ্র সিং ধোনি ৬৩ রান করেন। শেষের দিকে কেদার যাদবের ১৩ বলে ২৫ রান ভারতের ইনিংসটা আরো শক্ত অবস্থানে নিয়ে যায়।

এর আগে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে লঙ্কান বোলারদের হতাশ কেরে ধাওয়ান-রোহিতের শতরানের জুটিতে বড় সংগ্রহের দিকে ছুটতে থাকে ভারত। দলীয় ১৩৮ রানে ধাওয়ান-রোহিতের জুটি ভাঙ্গেন লঙ্কান পেসার মালিঙ্গা। রোহিত আউট হওয়ার আগে সংগ্রহ করেন ৭৮। এরপরের ওভারেই দলীয় ১৩৯ রানে বিদায় নেন কোহলি। শূন্য রানে আউট হন ভারতের অধিনায়ক ও রানমেশিন বিরাট কোহলি। কোহলির বিদায়ের পর মাঠে নেমেছের আরেক হার্ড হিটার যুবরাজ সিং। যুবরাজ মাঠে নামার সঙ্গে সঙ্গে ‘ইউভি, ইউভি’ হর্ষধ্বনিতে উল্লসিত হয়ে ওঠে ওভালের গ্যালারী। যুবরাজ ব্যক্তিগত ৭ রান করে গুনারত্নের বলে দুর্ভাগ্যজনক ভাবে বোল্ড হন।

ভারতীয় দল: শেখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, যুবরাজ সিং, হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমাড়, উমেশ যাদব, জশপ্রীত বুমরাহ।

শ্রীলঙ্কান দল: ডিকবেল্লা, গুনাথিলাকা, মেন্ডিস,ম্যাথুজ,চান্দিমাল, পেরেরা, গুনারত্নে, থিসারা পেরেরা, লাকমাল, মালিঙ্গা, প্রদীপ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.