‘শব্দ দূষণ রোধে’ স্বপ্নিলের মানবন্ধন

0

নিজস্ব প্রতিবেদক, সিটিনিউজ::“সুন্দর নগরী চাই স্লোগান নিয়ে” “শব্দ দূষণ রোধে” স্বপ্নিল সামাজিক সংগঠন উদ্যোগে মানবন্ধন কর্মসূচি অনুষ্টিত হয়েছে।

শুক্রবার (১১ আগষ্ট) কর্ণফুলী নতুন ব্রিজ গোল চত্বর এলাকায় সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত এক ঘন্টা ব্যাপী মানবন্ধন কর্মসূচি অনুষ্টিত হয়।

এসময় পেষ্টুন,প্লেকার্ড এবং সচেতনতা মূলক বিভিন্ন ছবি প্রর্দশনের পাশাপাশি সুন্দর নগরী তৈরিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং শব্দ দূষণের ফলে সমস্যা সমূহ তুলে ধরা হয় সাধারণ মানুষের মধ্যে।

মানবন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আইন সহায়তা কেন্দ্র ( আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার যুগ্ন সাধারণ সম্পাদক” এবং “চট্টগ্রাম মহানগরের এরিয়া মনিটরিং অফিসার” মোঃ আবু বক্কর হারুন,বাকলিয়া থানার এস-আই মোঃ রাসেলসহ স্বপ্নিল সামাজিক সংগঠনের উপদেষ্টাবৃন্দ ও সকল সদস্য উপস্থিত ছিলেন। মানবন্ধন কর্মসূচিতে সাধারণ পথচারীরাও অংশগ্রহন করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.