শহীদ মৌলভী সৈয়দ’র নামে ‘এলিভেটেড এক্সপেস ওয়ের’র নামকরণ দাবি

0

সিটিনিউজ ডেস্ক :    চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ আয়োজিত শহীদ মৌলভী সৈয়দ আহম্মদ চৌধুরীর স্মরণসভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি, জননেতা মোছলেম উদ্দিন আহম্মদ বলেছেন, শহীদ মৌলভী সৈয়দ ছিলেন অনন্য সাধারণ বহুমূখী প্রতিভার অধিকারী। তিনি কেবল বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন না, তিনি ছিলেন সংগঠক ও বিপ্লবী চেতনার অধিকারী। তিনি উচ্চভিলাসী ছিলেন না, কিন্তু মুজিব আদর্শ বাস্তবায়নের জন্য উচ্চবিলাসী পোষন করতেন। তিনিই একমাত্র বিপ্লবী যিনি প্রাণের মায়া তুচ্ছ করে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে রাজপথে সশস্ত্র প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। এই অকুতোভয় বীর সেনানী শহীদ মৌলভী সৈয়দের নামে লালখান বাজার থেকে বিমান বন্দর পর্যন্ত এলিভেটেড এক্সেপ্রেস ওয়ে’র নাম নামকরণের দাবি জানান তিনি।

শুক্রবার(১১ আগস্ট) সকাল ১০টায় বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদী কণ্ঠস্বর মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রামের গেরিলা কমান্ডার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বাকশালের যুগ্ম সম্পাদক শহীদ মৌলভী সৈয়দ আহমদ চৌধুরীর ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় ।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে সংগঠনের ১২২ নং আন্দরকিল্লাস্থ কার্যালয়ে সংগঠনের সভাপতি সৈয়দ মাহমুদুল হক প্রধান বক্তা হিসেবে স্মরণ সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোতাহেরুল আলম চৌধুরী, দপ্তর সম্পাদক আবু জাফর, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মাহবুবু রহমান চৌধুরী, মাহবুবুর রহমান চৌধুরী, শহীদুল ইসলাম, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহেদুর রহমান সোহেল, গিয়াস উদ্দিন সুজন, দক্ষিণ জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মো. সোলায়মান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কৃষ্ণ প্রসাদ ধর, ক্রীড়া সম্পাদক অরূপ সেন, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস রাজমিন, সহ-দপ্তর সম্পাদক রাজু দাশ হিরো, সহ-আইন বিষয়ক সম্পাদক এড. কামাল উদ্দীন, বোয়ালখালী উপজেলা সভাপতি আবদুল মান্নান রানা, পটিয়া উপজেলা সভাপতি বেলাল উদ্দিন এলএলবি, চন্দনাইশ উপজেলা আহ্বায়ক তৌহিদুল আলম, কর্ণফুলী উপজেলা সাধারণ সম্পাদক সাংবাদিক হাজী সেলিম হক, দক্ষিণ জেলা সহ-সম্পাদক শহীদুল ইসলাম, সদস্য হাসান মাহমুদ, সাইফুল ইসলাম চৌধুরী, মহানগর যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল আলম আজাদ, নাজমুল হাসান সাইফুল, সাখাওয়াত হোসেন সাকু, নঈম উদ্দিন, বাঁশখালী পৌরসভা যুগ্ম আহ্বায়ক গিয়াস কামাল চৌধুরী, পটিয়া উপজেলা সহ-সভাপতি মোরশেদুল হক, কর্ণফুলী উপজেলা সাবেক সহ-সভাপতি হাসমত আলী।

এতে আরো উপস্থিত ছিলেন, কাজী আলাউদ্দিদন, ইঞ্জি. অমল রুদ্র, বোয়ালখালী উপঝেলা সাধারণ সম্পাদক কাজী মঈনুল হক রাশেদ, প্রদীপ দে, দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, উত্তর লোহাগাড়া উপজেলার জয়নাল আবেদীন, সাতকানিয়ার এড. আবদুল্লাহ আল বেলাল, নজরুল ইসলাম, আবু তাহের, মো. নেছারুল হক, মো. মঈন উদ্দিন, মাস্টার লিটন নাথ, আমিনুল ইসলাম লিটন, আমিনুল মানিক, আবু তৌহিদ, দিপঙ্কর মজুমদার, মোফিজুর রহমান মুন্না, শহিদুর রহমান টিটু, মিল্টন ধর, নুরুল আলম, আসহাব উদ্দিন, সরোয়ার আলম, মো. সায়েম কবির প্রমুখ।

স্মরণসভায় বক্তারা বলেন, মতপার্থক্যের উর্ধ্বে উঠে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার যুবলীগ নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান। জননেতা মফিজুর রহমান বলেন, বঙ্গবন্ধু হত্যায় যখন গোটা বাংলাদেশ স্তব্ধ হয়ে গিয়েছিল, অসম সাহস বুকে ধারণ করে শহীদ মৌলভী সৈয়দ বঙ্গবন্ধু হত্যার ক্ষোভ ও প্রতিবাদ করেছিলেন। সামরিক বাহিনীর শত অত্যাচার নির্যাতন ও তাঁকে তাঁর আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.