শিক্ষকের উপর হামলার প্রতিবাদে সীতাকুণ্ডে মানববন্ধন 

0
কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড::সীতাকুণ্ডের বার আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাসিম উদ্দিনের উপর বর্বর হামলার প্রতিবাদে এবং
আসামীকে গ্রেপ্তারের দাবিতে উপজেলা সদরে বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকাল ৩টায় মানববন্ধন করেছেন সীতাকুণ্ডের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
এসময় শিক্ষক নেতৃবৃন্দরা বলেন, শিক্ষকের উপর হামলাকারী ইকবালকে আগামি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ইসমত আরা সুলতানা সুরাইয়া বাকের, সাধারণ সম্পাদক দীপক কান্তি ভট্টাচার্য্য, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু বকর, মাদ্রাসা শিক্ষক সমিতির সম্পাদক অধ্যক্ষ নুরুল কবির, সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী কমিটির সভাপতি নাছির উদ্দিন ভুইয়া,সেক্রটারী বেলাল হোসেন,প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর ভুঁইয়া,সম্পাদক আলী আকবর,শিক্ষক ইকবাল হোসেন,গাজী হুমায়ুন কবির,এস,এম গোকাম খালেখ,সাংবাদিক সেকান্দর, নুর।নেওয়াজ,নুরুল আমিন প্রমুখ।
প্রসঙ্গত, গত রোববার বার আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাসিম উদ্দিনের উপর বিদ্যালয় চলাকালীন সময়ে মোঃ ইকবাল নামক এক ব্যক্তি অতর্কিতভাবে হামলা চালিয়ে মাথায় ও হাতে আঘাত করে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হলেও এখনো পর্যন্ত আসামী ইকবালকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। এদিকে শিক্ষক নেতারা জানান, আগামী শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে মানব বন্ধন করবে জেলা শিক্ষক নেতৃবৃন্দরা।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.