শিক কাবাব রেসেপি

0

রান্নাঘর, জেসমিন আক্তার : অতিথি আপ্যায়নে কিংবা নিজের জন্য হয়তো কাবাব রাঁধবেন। কিন্তু ভেবেই পাচ্ছেন না কি করে বানাবেন। সেক্ষেত্রে জেনে নিন শিক কাবাব তৈরির রেসেপি।

উপকরণ :

গরুর হাড়ছাড়া মাংস ৫০০ গ্রাম, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ২ চা চামচ, পেঁপে বাটা আধা কাপ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, পেস্তদানা বাটা ২ চা চামচ, বাদাম বাটা ২ চা চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল পরিমাণমতো, লাল গুঁড়া মরিচ ১ টেবিল চামচ, গরম মসলা বাটা ২ টেবিল চামচ এবং টক দই ২০০ গ্রাম।

প্রণালী :

প্রথমে গরুর মাংস ভালো করে ধুয়ে পানি ছেঁকে নিয়ে পাতলা করে কেটে তাতে সব বাটা ও গুঁড়া মসলা, লবণ, টক দই এবং সরিষার তেল মাখিয়ে প্রায় ১ দিন ফ্রিজে রেখে দিন। তারপর মাংসগুলো শিকে গেঁথে কয়লার চুলোয় নিজের পছন্দ অনুযায়ী সেঁকে নিয়ে সার্ভিং ডিশে সাজিয়ে পরিবেশন করুন গরম গরম শিক কাবাব।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.