‘শেখ হাসিনা পানি শোধনাগার’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0

সিটিনিউজবিডি ডেস্ক:   চট্টগ্রামে শেখ হাসিনা পানি শোধনাগার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার পোমরায় কর্ণফুলী নদীর তীরে সাড়ে ৩৫ একর জমির ওপর এই শোধনাগারটি নির্মাণ করা হয়েছে।

রোববার (১২ মার্চ) বিকেল সাড়ে তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করার সময় মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সরকারের পদস্থ কর্মকর্তা এবং সংবাদপত্রের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

‘শেখ হাসিনা পানি শোধনাগার’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘শেখ হাসিনা পানি শোধনাগার’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাপানি দাতাসংস্থা জাইকার অর্থ সহায়তায় ১ হাজার ৮৪৮ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পের কাজ শেষ হওয়ায় এখান থেকে এখন দিনে ১৪ কোটি লিটার পানি পাওয়া যাচ্ছে। এতোদিন চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদনের ক্ষমতা সর্বোচ্চ ১৮ কোটি লিটার থাকলেও এই প্রকল্পের পানি যোগ হওয়ায় এখন পানি উৎপাদনের ক্ষমতা সর্বোচ্চ ৩২ কোটি লিটারে পৌঁছেছে।

গত ১৯ জানুয়ারি ‘শেখ হাসিনা পানি শোধনাগার’ হিসেবে এটির নামকরণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত বছরের ১ নভেম্বর থেকে নতুন এই প্রকল্পের পানি পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু করে চট্টগ্রাম ওয়াসা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.