রাউজানে শোক দিবসে দেড় হাজার মানুষের রক্তদান

0

রাউজান প্রতিনিধি, সিটিনিউজ :: স্বাধীন বাংলার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহদত বার্ষিকীতে রাউজানে স্বেচ্ছায় দেড় হাজার মানুষের রক্তদানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

গত মঙ্গলবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে রাউজান উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে রক্তদান কর্মসূচি ছাড়াও খতমে কোরআন, দোয়া মাহফিল, আলোচনাসভা, ৩৫ হাজার কাঙ্গালি ভোজসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

রক্তদান কর্মসূচিতে সহযোগিতা করে মেডিকেল ও ডেন্টাল ছাত্র-ছাত্রী দ্বারা পরিচালিত ‘সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটি’ রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আলম চৌধুরী সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার (এসপি) নুরে আলম মিনা, জেলা আওয়ামীলীগ নেতা মঞ্জুরুল আলম মঞ্জু, ইউনুস গণি চৌধুরী,

উত্তর জেলা আওয়ামীলীগের মহিলা সভানেত্রী দিলোয়ারা ইউসুফ, শাহ মুহাম্মদ আলমগীর, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, ইউএনও মো. শামীম হোসেন রেজা,

পৌরমেয়র বশির উদ্দিন খান, পৌর মেয়র (২) জমির উদ্দিন পারভেজ, চুয়েট ভিসি রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা,

উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতেয়ার সাঈদ ইরান, সাধারণ সম্পাদক আবু তৈয়ব, চুয়েট সহকারী রেজিষ্ট্রার মফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোনায়েদ কবির সোহাগ, রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়রম্যান আব্দুল জব্বার সোহেল, তসলিম উদ্দিন চৌধুরী, আব্দুর রহমান চৌধুরী লাল, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, প্রিয়তোষ চৌধুরী, রোকন উদ্দিন, লায়ন সাহাবুদ্দিন আরিফ,

সরোয়ার্দী সিকদার, ম্যালকম চক্রবর্তী, সুমন দে, সাবেক কাউন্সিলর শামীমুল ইসলাম সামু, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম চৌধুরী রানা, সারজু মুহাম্মদ নাছের, আহসান হাবীব চৌধুরী হাসান, তপন দে,

কাউন্সিলর অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, শওকত হাসান, জানে আলম জনি, যুবলীগ নেতা আবু ছালেক, রোকন উদ্দিন, মহিউদ্দিন ইমন, শওকত হেসেন, ছাত্রলীগ নেতা অনুপ চক্রবর্তী, ইমরান হোসেন ইমু,

মোরশেদ আলম, রুবেল বৈদ্য, আরমান সিকদার, আসাদ, মো. আসিফ, ফয়সাল সিকদার প্রমূখ।

উল্লেখ্য, পৌরসভার ৯টি ওয়ার্ড ও ১৪টি ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিল আওয়ামীলীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সেচ্ছায় রক্তদান করেন।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.