‘ষোড়শ সংশোধনীর রিভিউ নিয়ে কোনো নির্দেশনা আসেনি’

0

সিটিনিউজ ডেস্ক:: উচ্চ আদালতের বিচারকদের অপসারণে সংসদের হাতে ক্ষমতা দিয়ে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ করে দেওয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ করার জন্য সরকারপক্ষ থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চীনে ভ্রমণ শেষে দেশে ফেরার পর ষোড়শ সংশোধনীর রিভিউয়ের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, ‘সরকার থেকে আমার কাছে এখনো কোনো ইনসট্রাকশন আসেনি’।

এর আগে গত ১৮ আগস্ট এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেছিলেন, এই রায়ের বিষয়ে পড়া হচ্ছে, ভালোভাবে পড়ে, পরীক্ষা করে রিভিউ আবেদন করা হবে। এজন্য সময় লাগছে।

গত ৩ জুলাই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে সর্বসম্মতিক্রমে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন।

২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়েছিলো।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.