সংঘাত ও সন্ত্রাস মোকাবেলায় বৈঠকে বসছেন আরব নেতারা

0
আন্তর্জাতিক ডেস্ক:: বার্ষিক সম্মেলনের উদ্দেশ্যে বুধবার জর্ডানে মিলিত হচ্ছেন আরব দেশীয় নেতারা । তবে তাদের বৈঠক থেকে এ অঞ্চলের সংঘাত বা সন্ত্রাস মোকাবেলায় বড় ধরনের তেমন কোন অগ্রগতির আশা করা হচ্ছে না।
ডেড সী উপকূলের সইমেহতে বাংলাদেশ সময় ১১ টা থেকে তাদের এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। এতে যোগ দিতে যাওয়া আরব লীগের ২২ নেতার মধ্যে সৌদি আরবের বাদশাহ সালমানও রয়েছেন। এছাড়া জাতিসংঘ প্রধান অ্যান্টোনিও গুতেরেস এবং সিরিয়া বিষয়ক তাঁর বিশেষ দূত স্টাফান ডি মিস্টুরা সেখানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
জর্ডানের তথ্য মন্ত্রী জানান, সম্মেলনে সিরিয়া, ইরাক ও ইয়েমেন যুদ্ধ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিয়ে নেতাদের আলোচনা করার কথা রয়েছে।
আল-কুদস সেন্টার ফর পলিটিক্যাল স্টাডিজের প্রধান ওরাইব আল-রান্টাবি বলেন, ‘আমি মনে করি না এ সম্মেলন আগের আরব সম্মেলনগুলো থেকে আলাদা কিছু হবে।’
তিনি আরো বলেন, বছরের পর বছর ধরে নানা বিরোধের কারণে আরব অঞ্চলের রাজনৈতিক প্রক্রিয়া দুর্বল হয়ে পড়েছে এবং এখানে অনেক বিভক্তি দেখা দিয়েছে। এএফপি।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.