সমন্বয়ের কিন্তু বিকল্প নেই- মেয়র নাছির

0

গোলাম সরওয়ার,সিটিনিউজ :  ‘সমন্বয় সভায় আসলেই কি সমন্বয় হচ্ছে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা সমন্বয়ের কথা বলি

সমন্বয়ের কিন্তু বিকল্প নেই 

প্রত্যেক প্রকল্পগুলোকে সমন্বয় করলে জনগণ সুফল পাবে।

যারা কাজ করবেন তাদের প্রত্যেকের কাজের সাথে সমন্বয় অপরিহার্য। এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করার কোন কারণ নেই।’ সিটিনিউজকে দেয়া সাক্ষাতকারে

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণের দুইবছর পূর্তিতে কতটুকু সন্তুষ্ট মনে করেন এমন প্রশ্নের জবাবে মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব মন্তব্য করেন।

মেয়র বলেন,

সমন্বয়এটা সরকার উপলব্ধি করে একটা পরিপত্র জারি করেছেন।

সেখানে স্পষ্ট উল্লেখ আছে। এটা আমি সবাইকে অবহিত করেছি।

এখন এটা নিয়ে আমি দ্বন্ধে লিপ্ত হওয়াটা শোভনীয় না। এগুলো তো সরকারেরই অংশ।

এগুলো নিয়ে তো আমি বাড়াবাড়ি করতে পারি না। একজন প্রতিষ্ঠান প্রধান হিসেবে সমন্বয় করা যাবে না এটা কিন্তু ঠিক না।

আমি করতে না পারলেও সহনীয় পর্যায়ে আনা সম্ভব।

এখানে সিদ্ধান্ত যেগুলো নিচ্ছি পদক্ষেপ নিচ্ছি, এখানে ওখানে যোগাযোগ করছি, চিঠি লিখছি।

রেজাল্ট তো ওখান থেকে ওভাবে পাচ্ছিনা। এজন্য আমি ব্লেমের সম্মুখীন হচ্ছি। না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছিনা।

সমন্বয় করার জন্য বলা হয়েছে। সিটি কর্পোরেশন ডাকলে আপনারা প্রতিষ্ঠান প্রধানরা একত্রিত হবেন।

সে সিদ্ধান্তুগুলো মেনে কি করেছেন সিটি কর্পোরেশনকে অবহিত করতে হবে। কিন্তু না করলে কি করা হবে সেটা বলা নাই।

সরকারের পরিপত্র মানার জন্য যদি সিটি কর্পোরেশনের মাধ্যমে বাধ্য করা হয়। তাহলে সত্যিকারভাবে সমন্বয় হতে পারে।

সন্তুষ্টির কথা বললে এক ধরনের বিভ্রান্তি তৈরি হতে পারে। আমার সন্তুষ্টি নির্ভর করছে নগরবাসীর উপর

নগরবাসী যদি সন্তুষ্ট থাকে তাহলে আমিও সন্তুষ্ট। নগরবাসীর মানসিকতা আমার মাধ্যমে রিফ্লেক্ট করবে।

মেয়র বলেন, জলাবদ্ধতার কারণে মানুষ কষ্ট পাচ্ছে। প্রতিদিন জোয়ারের পানি ঢুকে মানুষ কষ্ট পাচ্ছে। এ কারণে ভালো আছি সেটা বলতে পারি না।

উনার (জনগন) তো ভালো নেই, কারণ পানি প্রবেশ করলে কেউ ভালো থাকেনা। এটার জন্য সম্মিলিত চেষ্টা দরকার।

প্রত্যেকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসলে, যে সমস্যাটা পর্যায়ক্রমে বাড়ছে এটাকে আমরা কার্যকরভাবে মোকাবেলা করে এক পর্যায়ে নিয়ে আসতে পারব।

দুই বছরে প্রধান কি কি কাজ করেছেন এমন প্রশ্ন করা হলে তিনি বলেন,

পরিস্কার-পরিচ্ছন্নতা হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া।

প্রতিদিন ঘরোয়া বর্জ্য তৈরি হচ্ছে এগুলো সংগ্রহ, অপসারণ হচ্ছে প্রতিদিন। সড়কবাতি জ্বালানো এটাও প্রতিদিন করতে হচ্ছে।

আমি যখন দায়িত্ব গ্রহণ করেছি তখন বেশ কিছু রাস্তা কাঁচা ছিল, ব্রিক সলিন ছিল। এ দুই বছরে যে পরিমাণ কাঁচা ছিল এই পরিমাণটা আমি কমিয়ে এনেছি।

কাঁচা রাস্তাকে পাকা রাস্তায় উন্নীত করেছি। সড়কবাতির পরিমাণও বৃদ্ধি করেছি। আবার এখানে আমি এলইডি লাইটের পাইলট প্রকল্প করেছি।

২১১ কিলোমিটার এলাকায় এলইডি লাইটিং করেছি। এটা চলমান আছে।

এর মধ্যে আমরা ডিপিপি গ্রহণ করতে যাচ্ছি এটার কাজ অলরেডি শুরু হয়ে গেছে।

পুরো শহরের মধ্যে যতটুকু এলাকা আলোকায়নের বাইরে আছে সবগুলোকে এলইডিতে রূপান্তর করে আমরা শতভাগ এলইডি লাইটের আওতায় আনব।

দ্বিতীয় বছরে কোন কাজগুলোর করেছেন জানতে চাইলে তিনি বলেন, দ্বিতীয় বছরে আমরা কিছু কাজের দিকে বেশি গুরুত্ব দিয়েছি।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাশের হার ও মান বৃদ্ধিযে সমস্ত অবকাঠামো সমস্যা আছে সেগুলো সমাধানের দিকে গুরুত্ব দিয়েছি।

স্বাস্থ্য বিভাগে সেবার মান কিভাবে বাড়ানো যায় সেদিকে নজর দিয়েছি। ডাক্তার, নার্স, ইকুইপমেন্টসহ অবকাঠোমোর দিকে নজর দিয়েছি।

আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৬০ হাজার শিক্ষার্থী আছে। আর প্রতি মাসে স্বাস্থ্য বিভাগ থেকে লক্ষাধিক মানুষ সেবা নিচ্ছে। তারা উপকৃত হয়েছে।

আবার এখানে আমাদের যেটা জেনারেল হসপিটাল আছে মেমন-২ এখানে প্রতিবন্ধিদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছি।

চক্ষু ও দন্ত বিভাগ নতুনভাবে সংযোজন করেছি। শিক্ষা ও স্বাস্থ্য বিভাগে কিন্তু একটা দৃশ্যমান পরিবর্তন এনেছি।

শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি করেছি। আসন সংখ্যা বৃদ্ধি করেছি, অবকাঠামো উন্নয়ন করেছি।

শিক্ষক সংকট ছিল তা দূর করেছি। কয়েকজন ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।

নগরীর প্রধানত সমস্যা জলাবদ্ধতা নিরসনের কি উদ্যোগ ছিলো এমন প্রশ্নের জবাবে বলেন, জলাবদ্ধতা এটা বহু আগে থেকে হয়ে আসছে এটার পেছনে বহুবিধ কারণ আছে।

যতদিন গড়িয়েছে তত নতুন উপাদান যুক্ত হয়েছে। জলবায়ু পরিবর্তনের একটা প্রভাব পড়তে শুরু করেছে। পাহাড়গুলো ন্যাড়া হয়ে গেছে।আমাদের শহরে যে জলাধারগুলো ছিল তা কমতে শুরু করেছে।

যে পানি মাটির নিচে ৭০ থেকে ৮০ শতাংশ মাটির নিছে চলে যেত এখন কিন্তু বৃষ্টির পানি সেভাবে যেতে পারছেনা। এখন মাত্র ২০ শতাংশ পানি মাটির নিচে যেতে পারছে।

চট্টগ্রাম শহরটা কোন পরিকল্পিত শহর না এটার ড্রেনেজ ব্যবস্থা ঠিক নেই। যা আছে অপর্যাপ্ত ও অপরিকল্পিত। আমাদের কোন স্যুয়ারেজ ব্যবস্থা নেই।

সমুদ্রপৃষ্টের উচ্চতা বাড়ছে। চট্টগ্রাম শহর থেকে সমুদ্রের ব্যবধান ২ থেকে ৩ মিটার জোয়ার যখন তখন জোয়ারের উচ্চতা হয় সাড়ে তিন মিটার থেকে ৪ মিটার। অতিরিক্ত এ পানি নিম্নাঞ্চলে প্রবেশ করে।

যখন অমাবস্যা পূর্ণিমা হয় এর সাথে যদি যোগ হয় পাহাড়ি ঢল, কাপ্তাই ডেমের পানি ছেড়ে দেয়া তাহলে জলাবদ্ধতা হয়। আমাদের যে নালা-নর্দমাগুলো আছে এগুলো দিয়ে যাতে তাড়াতাড়ি নেমে যেতে পারে সে ব্যবস্থা করা হচ্ছে।

এখন কিন্তু বৃষ্টি হচ্ছে পানি আটকে যাচ্ছে সে রকম কোন নজির নেই। পানি কিন্তু দ্রুত নেমে যাচ্ছে। আমাদের নালা-নর্দমাগুলো উপযোগী আছে বলে নেমে যেতে পারছে।

আমারা নতুন নতুন ড্রেনের সংখ্যা বৃদ্ধি করেছি। আমাদের যে সমস্ত প্রকল্পগুলো নিচ্ছি সবগুলোর সাথে ড্রেনের ব্যবস্থা রেখেছি।

খালগুলো থেকে মাটি উত্তোলন চলমান আছে। খালে ময়লা আবর্জনা না ফেলার জন্য জনগণকে সতর্ক করছি

লিফলেট বিতরণ করছি,মাইকিং করছি,সভা-সমাবেশে বক্তব্য দিচ্ছি বিজ্ঞাপন দিচ্ছি।

শহরের খালগুলো ডিজিটাল সার্ভে করছি। এটা সম্পন্ন হলে অবৈধ দখলদারদের শনাক্ত করে ব্যবস্থা নেয়া হবে।

চায়না পাওয়ারের সাথে কথা হয়েছে তারা ফিজিবিলিটি স্টাডি করেছে। তারা ১১ মাসে সম্পন্ন করেছে। এটার আলোকে আমরা মন্ত্রণালয়ে প্রকল্প পাঠিয়েছি।

ডোর টু ডোর কার্যক্রমে কতটা সফলতা আছে জানতে চাইলে মেয়র বলেন, ডোর টু ডোরের অর্জন আছে তবে শতভাগ হয়েছে বলব না।

এটি কিন্তু অনেক চ্যালেঞ্জিং কাজ।

কোন জায়গায় প্রতিদিন যাচ্ছে আবার হয়ত কোথাও ফাঁকিঝুকি করছে। আমাদের তো যেদিন আসবেনা সেদিন বেতন পাবেনা।

সে তো মনে করছে আমি না গেলে বেতন পাচ্ছিনা এর বাইরে তো আমাকে কিছু করতে পারবেনা এটার দ্বারা আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। তবে ৬০ থেকে ৭০ শতাংশ যাচ্ছে। এটার জন্য আমরা একটা হান্টিং নাম্বার চালু করেছি।

আমরা কমপ্লেন করতে বলেছি ,বাসায় গিয়েছি। অনেক জায়গায় টাকা দিয়ে ময়লা নিচ্ছে সেটা আমি জানি।

অনেক আবাসিক এলাকায় কিছু সমিতি গড়ে উঠেছে এগুলো তারা করছে। তবে টাকা নেয়ার নিষেধাজ্ঞা আছে।

আয়বর্ধক প্রকল্প সর্ম্পকে জানতে চাইলে মেয়র বলেন, আয়বর্ধক প্রকল্প আমরা নিয়েছি এটাতে বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) আমাদেরকে ১৫০ কোটি টাকা দিয়েছে কিছু আয় বর্ধক প্রকল্প যেগুলোতে জনগণ উপকৃত হয় সেটা নেয়ার জন্য এটা ২ বছরের মধ্যে বাস্তবায়ন সম্পন্ন করতে হবে।

আয়বর্ধক প্রকল্প ফইল্যাতলী হাইরাইজ বিল্ডিং হবে। পরিবেশবান্ধব দৃষ্টিন্দন কাঁচা বাজার ও গ্রোসারি শপ থাকবে। এর সাথে যোগ হবে আমরা দুইটা বা তিনটা ফ্লোর রাখব উন্নত মানের কমিউনিটি সেন্টারের জন্য।

বক্সিরহাটে, ফিরিঙ্গী বাজার,আগ্রবাদ ওয়ার্ড অফিসসহ চারটা প্রকল্প নিয়েছি। জায়গার পরিমাণ ও গুরুত্বের উপর নকশায় পার্থক্য হবে। শাহ আমানত মার্কেট উন্নত করব ও আগ্রবাদ সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে নিজস্ব অর্থায়নে আরো কয়েকটা ফ্লোর বাড়াব।

বিবির হাটের ওদিকে কিছু জায়গা নিয়ে করব। কারণ কোরবানির সময় রাস্তায় বাজার বসাতে জনগণের বেশি ভোগান্তি হয়। কিছু জায়গা নিয়ে বিবির হাটের বাজারটা ভেতরে নিয়ে যাব। আর খাতুনগঞ্জে একটা বাজার করব।

এমুহুর্তে সেবা প্রদানের ক্ষেত্রে কোন সমস্যাটা দেখছেন এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, আমাদের আরেকটা সমস্যা, অর্গানোগ্রাম নেই। এখন তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, ৩/৪ বার মিটিং হয়েছে। এটা না হওয়া পর্যন্ত আমাকে চাপের মধ্যে দায়িত্ব পালন করতে হবে।

মন্ত্রণালয় থেকে অর্গানোগ্রাম না আসা পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখতে বলা হয়েছে। এখানে যদি আমি অস্থায়ীভাবে নিয়োগ দিতে যায়, তাহলে কোন ভালো ডাক্তার, কনসালটেন্ট নিয়োগ দিতে পারবো না।

যেখানে চাকরির অনিশ্চয়তা থাকবে সেখানে ভালো কেউ আসবে না। আমি মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে নিতে পারলে এগুলোর রেজাল্ট পাবো।

প্রশাসনিক শৃঙ্খলায় কি ব্যবস্থা নিয়েছেন জানতে চাইলে মেয়র বলেন, এখানে প্রশাসনিক যে বিশৃঙ্খলা ছিল তা না দেখলে কল্পনা করা যাবেনা।

এখন এসিআর চালু করেছি। প্রত্যেকটি ডিপার্টমেন্ট বলেছি এসিআর দিতে, তাহলে একটা চেক এন্ড ব্যালেন্স থাকবে। আবার এখানে অস্থায়ীদের সংখ্যা বেশি।

অর্গানোগ্রাম না থাকলে অনেক ধরনের জটিলতা আছে। অর্গানোগ্রাম প্রক্রিয়াটা অত্যন্ত কঠিন। এটা আমাদের এখান থেকে যাবে সংস্থাপন মন্ত্রণালয়ে ঔখান থেকে কোয়ারি করে আইন মন্ত্রণালয়ে যাবে, আইন মন্ত্রণালয়ে হওয়ার পর আবার যাবে অর্থ মন্ত্রণালয়ে।

অর্থ মন্ত্রণালয় বেতন স্কেল অনুযায়ী সক্ষমতা আছে কি না দেখবে। লোক দরকার কিন্তু বেতন দেয়ার সক্ষমতা না থাকলে আপত্তি দিবে। প্রয়োজন থাকতে পারে কিন্তু সামর্থ্য না থাকলে তো দিবেনা।

দ্বিতীয় বছরের সফলতা কি জানতে চাইলে মেয়র বলেন, দ্বিতীয় বছরের সাফল্য হলো আমি চেষ্টা করে হকারদের একটা জায়গায় আনতে পেরেছি। পথচারী যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে।

যারা শিক্ষার্থী আছে তারা যেন ভালোভাবে আসা-যাওয়া করতে পারে, অফিসগামী মানুষ যাতে চলাচল করতে পারে।

দিনের অধিকাংশ সময় যাতে ফুটপাত ফ্রি থাকে সেজন্য বিকাল ৫ টা থেকে রাত ১১ টা পর্যন্ত হকাররা বসবে।

নির্ধারিত স্থানে বসে তারা পণ্য বিক্রি করে চলে যাবে।

স্বাস্থ্য সেবায় কি পদক্ষেপ নিয়েছেন এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, আমি দায়িত্ব গ্রহণ করার পর যে নিবন্ধন ফি ছিল ৩০ টাকা এটাকে কমিয়ে ১০ টাকা করেছি।

আমাদের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী আমরা প্রায় লক্ষাধিক নগরবাসীকে প্রতিমাসে সেবা দিয়ে যাচ্ছি । বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এবং ইপিআই টিকা প্রদানে নগরবাসী উপকৃত হচ্ছে।

নগরবাসীর প্রতি কি বলার আছে এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, আমি নগরবাসীকে আমার ম্যান্ডেট অনুযায়ী আমার মেয়াদের মধ্যে এ শহরকে সত্যিকার অর্থে একটি পরিচ্ছন্ন পরিবেশ বান্ধব ও বাসযোগ্য একটি নগর উপহার দিতে পারব।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.