সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করার ফজিলত

0

ধর্ম ও জীবন : সূর্য অস্ত যাওয়া মাত্র ইফতার করা দরকার। ইফতারে দেরি না করে সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করার মধ্য রয়েছে গুরুত্বপূর্ণ ফজিলত। হাদিসে ফজিলতের বর্ণনা তুলে ধরা হলো-

হজরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মানুষ যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে ততদিন কল্যাণের মধ্যে থাকবে। (বুখারি, মুসলিম)।

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে ততদিন দ্বীন ইসলাম বিজয়ী থাকবে। কেননা, ইয়াহুদি ও নাসারাদের অভ্যাস হলো ইফতার দেরিতে করা। (আবু দাউদ)।

সুতরাং ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করে হাদিসের ওপর আমল করে রমজানের রহমত মাগফিরাত ও ক্ষমা প্রাপ্তিতে এগিয়ে থাকা মুসলিম উম্মাহর ঈমানি দায়িত্ব।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের ওপর যথাযথ আমল করার এবং যথা সময়ে ইফতার করার তাওফিক দান করুন। আমিন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.