সাংবাদিকদের আবাসন নিশ্চিত করতে চসিকের সাথে চুক্তির সিদ্ধান্ত

0

জুবায়ের সিদ্দিকী,সিটিনিউজ :  আবাসন বঞ্চিত সাংবাদিকদের আবাসন সুবিধা নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করার সিদ্ধান্ত গ্রহণ করেছে চট্টগ্রাম সাংবাদিক কো অপারেটিভ হাউজিং সোসাইটি। একই সাথে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আবাসন বঞ্চিত সদস্যদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সমিতির দ্বিতীয় আবাসন প্রকল্প কল্পলোক আবসিক এলাকায় নির্মাণাধীন কল্পলোক মিডিয়া টাওয়ারের নির্মাণকারী প্রতিষ্ঠান জেনেসিস হোল্ডিং টেকনোলজিস্ট লি. এর সাথে সম্পাদিত সম্মূরক চুক্তি বাতিল, সদস্যদের স্বার্থ প্রাধান্য দিয়ে নতুন করে সম্পূরক চুক্তি সম্পাদন, কল্পলোক মিডিয়া টাওয়ার নির্মাণে তদারকির দায়িত্ব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ’র কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি.এর চেয়ারম্যান স্বপন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমিতির স্বার্থ বিরোধী কার্যক্রমে জড়িত থাকায় মহসীন চৌধুীর সদস্যপদ বাতিল, শেয়ার বাজেয়াপ্ত করণ, বরাদ্দকৃত ফ্ল্যাট বাতিল করা হয়।

সভায় তিন প্লট কেলেংকারীর সাথে জড়িত থাকার অভিযোগে নির্মল চন্দ্র দাশ, শহীদ উল আলম এবং নিজাম উদ্দিন আহমেদের সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত অনুমোদন করা হয়। সভায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের, জালিয়াতির মাধ্যমে সৃজনকৃত জাল দলিল বাতিল, শেয়ার বাজেয়াপ্ত এবং সম্পদ বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বার্ষিক সাধারণ সভায় প্রদীপ শীলের সদস্যপদ স্থগিত এবং সমিতির সম্পদ ধ্বংস, শৃংখলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বাবুল চৌধুরীর বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সদস্যদের ৩০ অক্টোবরের মধ্যে সকল বকেয়া পরিশোধ, প্লট মালিকদের ইজারা চুক্তির শর্ত অনুযায়ী ৩১ ডিসেম্বরের মধ্যে খালি জমিতে স্থাপনা নির্মাণ করতে চিঠি দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে সকালে সমিতির কার্যক্রমের উপর সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সম্পাদক হাসান ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি সমীর কান্তি বড়ুয়া, কোষাধ্যক্ষ নুর উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা কমিটির সদস্য মহসীন কাজী, মঞ্জুরুল আলম মঞ্জু। সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনা করেন জেষ্ঠ্য সাংবাদিক মোয়াজ্জেমুল হক, স্বপন দত্ত রিয়াজ হায়দার চৌধুরী, এজাজ ইউসুফী, মোস্তাক আহমেদ, কাজী আবুল মনসুর, মাঈনুদ্দিন দুলাল, সারোয়ার সুমন, শাসমুল ইসলাম, মহসিন চৌধুরী, শাহরিয়ার হাসান, কতুব উদ্দিন চৌধুরী, বিশ্বজিৎ বড়–য়া, যীশু রায় চৌধুরী, কামাল উদ্দিন খোকন, রোকসারুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটি’র অভ্যন্তরে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি গণতন্ত্র, সাম্য, উন্মুক্ততা, সামাজিক দায়িত্ব পালন, সুষ্ঠু,সঠিক ও বাস্তবমুখী নীতিমালার আলোকে সমবায় আন্দোলনকে গতিশীল করার আহবান জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.