সাংবাদিকদের একটি ব্যতিক্রমী আড্ডা

0

জুবায়ের সিদ্দিকী:চট্টগ্রাম মহানগরীর এ্যাম্ব্রোসিয়া অভিজাত রেস্টুরেন্ট।আগ্রাবাদ এলাকায় অবস্থিত।গতকাল ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত হয়ে গেল এক জম্পেশ আড্ডা।এই ব্যতিক্রমী আড্ডায় অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম,বৈশাখী টিভির সিইও অশোক চৌধুরী,চ্যানেল ২৪ এর সিইও রাহুল রাহা, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বৈশাখী টিভির জুলফিকার মানিকসহ কয়েকজন সাংবাদিক।সাংবাদিকদের এই আড্ডায় ছিল গানবাজনা, নাস্তা ও নৈশভোজ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বৈশাখী টিভির চট্টগ্রাম বিভাগীয় প্রধান মহসীন চৌধুরী। সাংবাদিকদের এই আড্ডা পরিণত হয় মিলনমেলায়।কিছু সময়ের জন্য সাংবাদিকগণ আনন্দ উপভোগ ও নিজেদেও সুখ-দুঃখের গল্প করে সময় পার করেছেন সুরের মুর্ছনায়।
পেশাগত দায়িত্ব পালনে সকলে দিনরাত যখন ব্যস্ত তখন এই ব্যতিক্রমি আয়োজন ছিল মনোমুগ্ধকর।সিটি নিউজ ও আজকের সূর্যোদয় পরিবারের সাংবাদিক গোলাম শরীফ টিটু, ফটো সাংবাদিক মোহাম্মদ হানিফ ছিলেন আমার সাথে।মানুষের হাসি, কান্না, সুখ-দুঃখ, ঘটনা-দুর্ঘটনার খবর নিয়ে যখন সংবাদকর্মীরা ব্যস্ত ও দায়িত্ব পালনে তৎপর থাকেন তখন এমন একটি অনুষ্ঠানের জন্য বৈশাখী টিভির মহসিন চৌধুরী ও অশোক চৌধুরীকে ধন্যবাদ না জানিয়ে পারেননা কেউ।সিনিয়র ও নবীন অনেক সাংবাদিকদের এই মিলনমেলা সাংবাদিকদের জন্য একটি সেতু বন্ধনের কাজ করে।আমরাও সুখে দুঃখে দিন অতিবাহিত করি।আমাদেরও না বলা,বলা অনেক কিছু চাপা পড়ে যায় নিউজের পর্বত সমান স্তূপের আড়ালে।আমাদের এই আনন্দ বেদনা অটুট থাক সব সময়।আমাদের হৃদয়ের বন্ধন থাক আরো সুদৃঢ়।সিটি নিউজের পক্ষ থেকে উদ্যোক্তাদের অভিনন্দন।অশোক চৌধুরীকে আবারও অভিনন্দন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.