সাংবাদিকদের সাথে কাজ করতে জেলা প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ

0

নিজস্ব প্রতিবেদক :: সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী বলেছেন সাংবাদিকরা রাষ্ট্রের কাজ করে। তাই সাংবাদিকদের সাথে সমন্বিত ভাবে কাজ করতে জেলা প্রশাসন প্রতিশ্রুতি বদ্ধ। এখন থেকে চট্টগ্রাম জেলা প্রশাসকের মুখপাত্র হিসাবে কাজ করবে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসুকুর রহমান সিকদার।

বুধবার (১৬আগষ্ট) চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি কলিম সরোয়ার।

মতবিনিময় সভায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের(সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেছেন দ্বায়িত্ব পালন কালে সাংবাদিকরা যেন কোন বাধা বিপত্তির শিকার না হন তা জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের নজর রাখতে হবে।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক শুকলাল দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, বিএফইউজে সহ সভাপতি শহীদুল আলম, সিইউজে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, চট্টগ্রাম সাংবাদিক কো অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস প্রমূখ।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আলী আব্বাস, প্রেসক্লাবের নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক মোয়াজ্জেমুল হক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি নিরুপম দাশ গুপ্ত,প্রেস ক্লাব সহ সভাপতি মঞ্জুর কাদের মঞ্জু, বিএফইউজে যুগ্ম মহাসচীব তপন চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক শামসুল হক হায়দরী,

পঙ্কজ দস্তিদার, ফারুক ইকবাল, মাখন লাল সরকার, সিইউজের যুগ্ম সাধারণ সম্পাদক স্বরূপ ভট্টাচার্য, প্রেসক্লাব যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসুদুর রহমান সিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জলিল, সিইউজের অর্থ সম্পাদক উজ্জল ধর , সিইউজের নির্বাহী সদস্য মাঈনুদ্দিন দুলাল, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সম্পাদক মহসিন চৌধুরী,

সাবেক যুগ্ম সম্পাদক মহসীন কাজী, প্রেস ক্লাবের ক্রিড়া সম্পাদক নজরুল ইসলাম, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর সবুজ, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ রিটন, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা, সিইউজে সদস্য শাহরিয়ার হাসান, পুলক সরকার, রাজেশ চক্রবর্তী, সাইফুদ্দিন খালেদ, ফারুক তাহের, আরিচ আহমেদ শাহ, রুবেল খান, অনিন্দ্য টিটো,

আহসানুল কবির রিটন, নসিরুদ্দিন চৌধুরী, টিভি ক্যামেরা জার্নালিষ্ট এসোশিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজিব, সিইউজে সদস্য ফরিদ উদ্দিন, আবদুর রউফ পাটোয়ারী, অনুপম শীল, অরুন দে, সোহেল সরওয়ার, মাসুদুল হক, দিপঙ্কর দাশ, জামশেদুল করিম, আমিন মুন্না, পার্থপ্রতিম দাশ, অমিত বড়–য়া, ইফতেখার ফয়সল, আরিফুর রহমান সবুজ, সঞ্জয় মল্লিক, হোসাইন আহম রিয়াদ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.