সাংবাদিকের উপর হামলার ঘটনায় নওফেলের দুঃখ প্রকাশ

0

নিজস্ব প্রতিবেদক::নগরীর বাকলিয়া কেবি কনভেনশনে গত মঙ্গলবার বিকেলে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিক নাজেহালের ঘটনায় ক্ষমা ও দুঃখ প্রকাশ এবং দোষী ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বুধবার (১২ জুলাই)  বিকেল ৩টায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) কার্যালয়ে এসে তিনি এ ঘোষণা দেন। এ সময় তাঁর সাথে ছিলেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।

সিইউজে কার্যালয়ে নওফেল বলেন, ‘দুই সাংবাদিক নাজেহালের ঘটনায় আমি আন্তরিকভাবে দুঃখ ও ক্ষমা প্রকাশ করছি। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একইসাথে ভবিষ্যতে এ ধরণের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে আমরা সতর্ক থাকবো।’ 

এ সময় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল, সিইউজের অর্থ সম্পাদক উজ্জ্বল কান্তি ধর, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রাম শাখার সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, গাজী টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান ও সিইউজে সদস্য অনিন্দ্য টিটু, আমাদের সময় চট্টগ্রাম ব্যুরো প্রধান হামিদ উল্লাহ, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন চিটাগাং এর যুগ্ম সম্পাদক লতিফা আনসারী লুনা, দৈনিক প্রিয় চট্টগ্রাম ইউনিট প্রধান আবদুর রউফ পাটোয়ারী, গাজী টিভি ক্যামেরাপার্সন ও সিইউজে সদস্য বাসু দেব, গোলাম মর্তুজা আলী, শামসুল আলম বাবু, সাইদুল আজাদ, চৌধুরী আহসান খুররম, চম্পক দাশ প্রমুখ।

প্রসঙ্গত, গত ১১ জুলাই আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চৌধুরী মহিবুল হাসান চৌধুরী নওফেল এর মতবিনিময় সভায় ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতির ঘটনার ছবি তুলতে গিয়ে নাজেহালের শিকার হয়েছেন দৈনিক পূর্বকোণের সিনিয়র ফটো সাংবাদিক মঞ্জুরুল আলম মঞ্জু ও গাজী টিভির ক্যামেরাপার্সন বাসু দেব।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.