সাদার্নে “আইন পেশায় নারী” বিষয়ক কর্মশালা

0

নিজস্ব প্রতিবেদক::সাদার্ন ইউনিভার্সিটিতে আইন পেশা ও বিচার বিভাগে নারীর ক্ষমতায়ন বিষয়ক আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালার দুই দিন ব্যাপী অনুষ্ঠান সোমবার (১৯ সেপ্টেম্বর) শেষ হয়েছে।

আইন পেশায় নারীদের সুযোগ, প্রতিবন্ধকতা, লিঙ্গ বৈষম্য ও চ্যালেঞ্জসহ বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগ ও ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড)’র জাস্টিস ফর অল প্রোগ্রাম যৌথভাবে এ আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

গতকাল রোববার প্রথম দিনে ইউনিভার্সিটি এক্সপেরিয়েন্স শেয়ারিং অ্যান্ড ডিস্কাশন মিটিং বিষয়ক আলোচনা সভা এবং আজ সমাপনীতে জাস্টমেন্ট রিডিং বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর মহিউদ্দিন খালেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা এবং সমাপনীতে অতিথি ছিলেন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান। দুই দিন ব্যাপী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএসএইড’র জাস্টিস ফর অল প্রোগ্রাম’র লিগ্যাল অফিসার মো. আরিফুল ইসলাম, সিনিয়র সহকারি জজ ফারহানা ইয়াসমিন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সংস্থার চট্টগ্রাম বিভাগীয় প্রধান এডভোকেট দিল আফরোজ, আইন বিভাগের প্রধান মর্তুজা ইসলাম তারেক ও আইন বিভাগের শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা।

উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা বলেন, যেকোন কাজে প্রথমে নারীরা নিজ পরিবার থেকে বাধাপ্রাপ্ত হয় সুতরাং প্রতিবন্ধকতা থাকবে- তাই বলে থেমে থাকা যাবে না। নারী পুরুষ সবাই সমান এখানে যোগ্যতার প্রমাণ দিয়ে এগিয়ে যেতে হবে। নিজেদের সমস্যা নিজেদেরকেই সমাধান করতে হবে। আইন পেশায় যারা সফলতা পেয়েছেন তাদের পথ অনুসরণ করতে হবে।
প্রফেসর সরওয়ার জাহান বলেন, আইন পেশায় নারীর অংশগ্রহণ খুব গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশে জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। নারীর অধিকার আদায়ে নারী আইনজীবীরা কার্যকরী ভূমিকা রাখতে পারে। গ্রুপ স্টাডির মাধ্যমে বিভিন্ন মামলার প্রকাশিত রায়সমূহ বেশি বেশি পঠন করে আইনে দক্ষতা অর্জন সম্ভব। তাই আজকের কর্মশালা আইন শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ওম্যান ইন জাস্টিস এর উপর একটি ডকুমেন্টারি দেখানো হয়। অলোচকবৃন্দ উল্লেখিত বিষয়ের বিভিন্ন দিক নিয়ে বিশদভাবে আলোচনা করেন। লিগ্যাল অফিসার মো. আরিফুল ইসলাম-শেয়ারিং ফাইন্ডিংস অব দি সার্ভে রিপোর্টঃ ফাইন্ডিং আওয়ার ভয়েস, সিনিয়র সহকারি জজ ফারহানা ইয়াসমিন -প্রসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জ ইন জুডিশিয়ারি ফর ফিমেল ‘ল’ স্টুডেন্টস, এডভোকেট দিল আফরোজ -প্রেকটিক্যাল অবস্টাকেলস অ্যান্ড অপরচুনটি ইন লিগ্যাল প্রফেশন ফর ওমেনস এবং আইন বিভাগের শিক্ষক ওমর ফারুক -ইমপরটেন্স অব মেন্টরশিপ ইন লিগ্যাল প্রফেশন বিষয়ে আলোকপাত করেন।

সমাপনীতে জাস্টমেন্ট রিডিং বিষয়ক কর্মশালার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন আইন বিভাগের শিক্ষকসহ আমন্ত্রিত অতিথিরা। পরে আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে দুইদিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর মহিউদ্দিন খালেদ।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.