সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ নির্মূলে নজরুল চর্চার বিকল্প নেই: কাদের

0

সিটিনিউজ ডেস্ক:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশে সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ, এটাকে নির্মূল করতে কবি কাজী নজরুল ইসলামকে পড়তে হবে। এ ক্ষেত্রে নজরুল চর্চার কোনো বিকল্প নেই৷’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামে ৩৮তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে রোববার সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

কাদের বলেন, ‘যে অঙ্গীকার নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই একই চেতনায় নজরুলের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে।’

১৯৭৬ সালের এ দিনে (১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র) ঢাকায় পিজি হাসপাতালে (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) শেষনিঃশ্বাস ত্যাগ করেন বিদ্রোহী এ কবি।

১৮৯৯ সালের ১৪ মে (১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.