সিইসির সঙ্গে আ.লীগ প্রতিনিধিদের বৈঠক

0

সিটিনিউজ ডেস্ক:: কুমিল্লা করপোরেশন নির্বাচন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে প্রতিনিধি দলটি ইসি কার্যালয়ে যায়। এ সময় তারা এক ঘণ্টার বেশি সময় সিইসির সঙ্গে বৈঠক করেন।

প্রতিনিধি দলে আরও ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপদেষ্টা পরিষদের সদস্য রশিদুল আলম ও কার্যনির্বাহী সদস্য রিয়াজুল কবির কাওসার।

বৈঠক শেষে বেরিয়ে এইচটি ইমাম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ১৫ থেকে ১৬ জন প্রিজাইডিং অফিসারের ব্যাপারে তাদের আপত্তি আছে। সে কথা জানাতে তারা নির্বাচন কমিশন কার্যালয়ে এসেছিলেন।

গতকাল বিএনপির একটি প্রতিনিধি দল সিইসির সাথে দেখা করতে এসেছিল। তখন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মন্তব্য করেছিলেন ‘কুমিল্লা নির্বাচন হবে সিইসির জন্য অগ্নিপরীক্ষা।’ রিজভীর বক্তব্য সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে এইচটি ইমাম বলেন, ‘আমরা এটা অগ্নিপরীক্ষা বলব না। আমি বলব এটা কঠিন পরীক্ষা।’

ক্ষমতাশীন দল হিসেবে আপনারা নির্বাচনকে সহায়তা করবেন কি না এমন প্রশ্নের জবাবে ইমাম বলেন, ‘নির্বাচন কমিশন স্বাধীন এবং তাদের লোকবল নিয়োগের ক্ষমতা রয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগসহ সব প্রস্তুতিই তারা নিয়েছে।’  অনেক সময় নিজেদের নিরপেক্ষ প্রমাণের জন্য নির্বাচন কমিশন সরকারি দলের ওপর বেশি চাপ প্রয়োগ করে বলে মনে করেন প্রবীণ এই নেতা।

এইচটি ইমাম বলেন, ‘আমরা এই প্রথম নতুন নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে এসেছি। তাদের নতুন ভবনেও প্রথম এলাম। এই ভবনে তাদের কোনো অসুবিধা হচ্ছে কি না তাও আমরা তাদের কাছে জানতে চেয়েছি।’

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগের আমলে নির্বাচনসংক্রান্ত অনেক উন্নয়ন হয়েছে। নির্বাচন কমিশনের জন্য অর্থ বরাদ্দ বেড়েছে। ভোটার তালিকা নবায়নের উদ্যোগ নিয়েছে এই সরকার। এছাড়া নির্বাচন ব্যবস্থা উন্নয়নে সরকার অনেক উদ্যোগ গ্রহণ করেছে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.