সিলেটে ছাত্রলীগ কর্মীর উপর হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল

0

নিজস্ব প্রতিবেদক::সিলেটে জালালাবাদ কলেজের ছাত্রলীগ কর্মী শাহীন ও আসিফের উপর শিবিরের বর্বরোচিত হামলার প্রতিবাদে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদের উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এবং অত্র কলেজের শহীদ তবারক চত্বরের শহীদ মিনার পাদদেশে মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ছাত্র সংসদের ভিপি রাজীব হাসান রাজন, সাবেক ছাত্রনেতা শাহনেওয়াজ রাজীব, সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি ও মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল খালেক।

আরো উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি নোমান চৌধুরী, জয়নাল উদ্দিন জাহেদ, আ.ফ.ম সাইফুদ্দিন, মহানগর ছাত্রলীগের সদস্য সাজিদুল ইসলাম সজিব, সরকারি সিটি কলেজ ছাত্রলীগ নেতা মো: আকবর হোসেন রাজন, রাশেদুল ইসলাম বাবু, শুভ ঘোষ, আবদুল হাবিব বাপ্পি, নিজাম উদ্দিন, সাজু বিশ্বাস, আরমান সাজিদ, সুব্রত শীল, আব্দুল মালেক, ইসমাইল হোসেন, হাসান হাবিব সেতু, জসিম উদ্দিন, মোশাররফ হোসেন ফয়সাল, আবুল কালাম, মো: ইরফান, অরূপ দাশ, আব্দুর রহিম, জুনায়েদ নুরী, শেখ শফিউল আজম মুন্না, সাজ্জাদ হোসেন, হামেদ হাসান আলভী, কামরুল ইসলাম, হাদী মো: ফাহিম আবরার, ইসতিয়াক হায়দার রাহাদ, শহিদুল ইসলাম, গিয়াস উদ্দিন রনি, আশীষ সরকার, ইফতেখার রাকিব, জুবায়ের রুমি, জাহেদুল ইসলাম, মো: আরাফাত, তৌহিদুল ইসলাম, ইমতিয়াজ অনিক, ইশতিয়াক শরিফ, ইয়াছিন মাহি, মো: রাসেল উদ্দিন জয়, মো: সাকিব চৌধুরী, মো: তাসিন, সুফিয়া আক্তার আখি, ফারজানা আক্তার মিশু প্রমুখ।

এতে বক্তারা বলেন, মাঠের রাজনীতিতে ঠিকতে না পেরে ছাত্র শিবির তাদের পুরোনো রূপ হত্যার রাজনীতি ও গুপ্ত হামলায় লিপ্ত হয়েছে। ছাত্রলীগ কর্মীদের ঐক্যবদ্ধভাবে এই ঘাতকদের প্রতিহত করতে হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.