সীতাকুণ্ডে ট্যাংক বিস্ফোরণে ১১ শ্রমিক দগ্ধ

0

সীতাকুণ্ড প্রতিনিধি::সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় জিপিএইচ ইস্পাত কারখানার তরল লোহার ট্যাংক (ফার্নেস) বিস্ফোরণে ১১ শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন। এদের মধ্যে ৯ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাতপালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১০ অক্টোবর) ভোরে উপজেলার ছোট কুমিরা জিপিএইচ ইস্পাত কারখানায় এই দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ

ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম। তবে তিনি হাসপাতালের বাইরে অবস্থান করার কারণে বিস্তারিত বলতে পারেন নি। চমেক পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বলেন, জিপিএইচ ইস্পাত কারখানায় বিস্ফোরণে দগ্ধ ১১জনকে সকালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজন প্রথামিক চিকিৎসা নিয়ে চলে গেছে। বাকীরা ভর্তি আছে। তবে অনেকের অবস্থা গুরুত্বর। তারা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন আছেন। অগ্নিদগ্ধ হয়ে আহতরা হলেন- আবদুর রবের ছেলে আনোয়ার হোসেন (৩০), আনছার আলীর ছেলে মিজানুর রহমান (২৭), বাদশা মিয়ার ছেলে সোলায়মান (২৮), মতিউর রহমানের
ছেলে মিনহাজুল ইসলাম (২৮), আবদুল হকের ছেলে শাহ আলম (৩২), তাজুল ইসলামের ছেলে জাহাঙ্গীর (২৭), আজিজুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (২৬), আতাউল হকের ছেলে
আলাউদ্দিন (২৮) প্রমুখ।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.