সীতাকুণ্ডে ৩০ লক্ষ টাকার চিংড়ি পোনা জব্দ

0

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড,সিটিনিউজ : সীতাকুণ্ডে ১৫ লক্ষ বাগদা চিংড়ি পোনা জব্দ করে তা সাগরে অবমুক্ত করা হয়েছে। গত রাত সাড়ে বারটার সময় উপজেলার সীতাকুণ্ডের একটি বাস কাউন্টার হতে খুলনাগামী শাহ পরান পরিবহন হতে ১৫ লাখ বাগদা চিংড়ী পোনা জব্দ করা হয়।

জব্দকৃত চিংড়ি পোনার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। জানা যায়, গোপন সংবাদের সূত্রে সীতাকুণ্ড থানার এস আই নাদিম খুলনাগামী শাহ পরান পরিবহন নামের একটি বাসে ৫৩ পাতিল এবং ২০টি ড্রাম ভর্তি চিংড়ি পোনা নিয়ে যাওয়ার সময় আটক করে। তিনি বিষয়টি তৎক্ষণাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূইয়া এবং সহকারী কমিশনার( ভূমি) রুহুল আমিনকে জানান ।

খবর পাওয়া পেয়ে প্রশাসনের দুই কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে যান তল্লাসী চালিয়ে বাসের বাংকার ও ছাদে ত্রিপল দিয়ে ঢাকা ৫৩ পাতিল এবং ২০ টি ড্রাম জব্দ করেন। প্রাকৃতিক উৎসের মৎস সম্পদ চিংড়ী পোনা বহন ও বহনে সহযোগিতা করার অপরাধে বাসের ড্রাইভারসহ দুইজন সুপার ভাইজার এবং হেল্পার প্রত্যেককে ৫০০০ টাকা করে জরিমানা করা হয়। জব্দকৃত চিংড়ি পোনা রাতে কুমিরা সমুদ্র ঘাটে অবমুক্ত করা হয় ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.