সীল জাল করে সার্টিফিকেট দেন তিনি

0

নিজস্ব প্রতিবেদক::নগরী কোতোয়ালী থানাধীন ৩৫ মোমিন রোডস্থ কদম মোবারক বাই লেইন জসিম ভবনের ২য় তলা হতে বিভিন্ন রকমের ভূয়া স্ট্যাম্প, সীলমোহর, জাল সার্টিফিকেট ও মার্কসীট এবং কম্পিউটারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার এবং একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত আসামী অমীর বড়ুয়া(৪২), পিতা-মৃত হরেন্দ্র বয়া। তার বাড়ি রাউজান উপজেলায়।

বৃহস্পতিবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জনাব ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে দোকানের ভিতর থেকে ভূয়া স্ট্যাম্প ১২টি, সীল ডায়েস ০৬টি, জাল ট্রেড লাইসেন্স বই ১০টি, বিভিন্ন পরীক্ষার জাল সনদপত্র, কম্পিটারের সিপিইউ ১টি, স্ক্যানার ১টি, কালার প্রিন্টার ১টি, মনিটর ১টি সহ হাতে নাতে গ্রেফতার করা হয়

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবত জালিয়াতির মাধ্যমে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান বা ব্যক্তির মূল্যবান সীল মোহর নকল ভাবে তৈরী করে জাল সার্টিফিকেট প্রস্তুত করে খাঁটি বলে বিক্রয় করিতেছিল বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.