সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধের দাবি

0

নিজস্ব প্রতিবেদক, সিটিনিউজ::অবাধ ,সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনের আগের দিন থেকে ভোট গণনা সম্পন্ন না হওয়া পর্যন্ত কর্ণফূলী উপজেলা এলাকায় বহিরাগত লোকজনের আগমন নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্ণফূলী শাখা।

একই সাথে ৩২টি ভোট কেন্দ্রে প্রত্যেক ভোট কেন্দ্রে একজন করে ম্যাজিষ্ট্রেট ও ভোট কেন্দ্রে পুলিশের পাশাপাশি সার্বক্ষণিক পর্যাপ্ত র‌্যাব ও বিজিবি মোতায়েন করার দাবি জানান।

বৃহস্পতিবার ( ২১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্ণফুলী উপজেলা শাখার সভাপতি এহছান-এ- খান।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় আগামী ২৪ সেপ্টেম্বর কর্ণফুলী উপজেলা নির্বাচনকে ঘিরে সরকার দলীয় নেতা-কর্মীরা বিএনপির প্রার্থীদের হুমকি দিয়ে আসছে এবং গণসংযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সরকার দলীয় নেতা-কর্মীদের হুমকি-ধামকির কারণে ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেনসহ কর্ণফুলি উপজেলার বিএনপির নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.