সৈয়দ বাহাউদ্দিনের “এক মা তবে নিঃসন্তান’’র মোড়ক উন্মোচন

0

নিজস্ব প্রতিনিধি, সিটিনিউজ :: চন্দনাইশ পৌরসভা সদরস্থ সৈয়দ বাড়ীর ঐতিহ্যবাহী পরিবারের সন্তান সৈয়দ বাহাউদ্দিনের ২য় প্রকাশনা “এক মা তবে নিঃসন্তান” মোড়ক উন্মোচন কাল ২৬ আগস্ট বিকালে।

নগরীর প্রেসক্লাব মিলনায়তনে উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রিমিয়ার ইউনিভার্সিটি বাংলাদেশের ভিসি আন্তর্জাতিক সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন।

অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর রনজিত কুমার দে, গাছবাড়ীয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আবু ছাদেক মো. মুছা, ইউসিবিএল’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুক্তিযোদ্ধা এম এ জব্বার চৌধুরী, অধ্যক্ষ আবদুর রহমান, অধ্যক্ষ আবুল মনছুর মো. হাবিব।

লেখকের প্রথম বই “জীবন মঞ্চের কুশীলীভরা” এর পাঠকসমাজে সমাধৃত তাঁকে উদ্বুদ্ধ করেছে ২য় বই “এক মা তবে নিঃসন্তান” লেখায়।

বইটির মূল চরিত্র “আরমানের চাকুরীর সুবিধা দেশ-বিদেশে” বিভিন্ন চরিত্রের আগমন ঘটেছে বিভিন্ন পর্বে। অসহিংসু সমাজের বিভিন্ন ধর্ম বিশ্বাসী মানুষকে একটি ফ্ল্যাটফর্মে আনার প্রয়াস ছিল তাঁর।

সফলভাবে বিভিন্ন চরিত্র মারফৎ অনেক সামাজিক শিক্ষা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এ বইটিতে। সময়ের ব্যাপ্তিতে বইটিতে জুড়ে আছে ব্রিটিশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ।

পুরো উপন্যাসটিতে মূল চরিত্রে আরমানকে উপস্থাপন করা হয়েছে অত্যন্ত যত্ন, চেষ্টা, মমতা ও আন্তরিকতায়।

আরমানের চরিত্রে ধৈর্য্য, সেবা, চারিত্রিক মাধুর্যে সমাজের প্রতি মমত্ববোধে ব্যবহার, নমনীয়তায়, পারিবারিক দায়িত্বে, মাতৃত্বে এক অফুরন্ত ভান্ডারে, সমৃদ্ধ পাশের বাড়ীর মেয়ে মালাকিন উর্পে মালে হয়ে উঠেছিল উপন্যাসের মূল চরিত্রে।

লেখক নিঃসন্তান মালে চরিত্রকে এ পুরুষ শাসিত সমাজে সযত্নে অনুপম করে গড়ে তুলেছেন। তাই তিনি সমাজের অসংখ্য সন্তানের মা।

২/১ টি সন্তানের পারিবারিক পরিচয় নিশ্চিত করে। নিঃস্বার্থ মাতৃসেবা দান করে সামাজিক মাতৃত্ব। লেখক বইটিতে এটা ঘটার চেষ্টা করেছেন। বার্তা প্রেরক

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.