হাটহাজারীতে আনসার সদস্যের গুলিতে যুবক নিহত

0

সিটিনিউজবিডি : চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় আনসার সদস্যদের গুলিতে আলী আকবর (২২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়দীঘির পাড়ের সেকান্দার কলোনি বস্তিতে এ ঘটনা ঘটে।

আলী আকবর উপজেলার বড় দীঘির পাড় এলাকার কোরবান আলী সওদাগরের ছেলে। ওই এলাকায় একটি মুদি দোকান চালাতেন তিনি।

হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, কলোনিতে রাতের বেলা তাস খেলা নিয়ে আনসার সদস্যদের সঙ্গে স্থানীয়দের বাকবিতণ্ডা হয়। এরপর লোকজন জড়ো হয়ে ক্যাম্পের দিকে আসছে দেখে আনসার সদস্যরা গুলি করলে আলী আকবরের মৃত্যু হয়।

তবে নিহতের বাবা কোরবান আলী বলেছেন, কলোনির বস্তি থেকে মোবাইল চুরির অভিযোগে দুই যুবককে ধরে নিয়ে যায় আনসার সদস্যরা। তার প্রতিবাদ করতে গেলে জনতার ওপর গুলি চালায় আনসার সদস্যরা।

এ সময় আকবর ওই এলাকায় তাদের মালিকানাধীন মুদির দোকানের সামনে দাঁড়িয়ে থাকা আকবরের বুকে লাগে বলে জানান তিনি।

এরপর রাত সাড়ে ১০টার দিকে আকবরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ জাহাঙ্গীর।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.