হালদায় বিলীন হয়ে যাচ্ছে হারুয়ারছড়ি-পাইন্দং সড়ক

0

এইচ.এম.সাইফুদ্দীন, ফটিকছড়ি প্রতিনিধি::গত কয়েকদিন অবিরাম ভারি বর্ষণ ও বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় হালদা নদীতে বিলীন হয়ে যাচ্ছে ফটিকছড়ি উপজেলার হারুয়ারছড়ি-পাইন্দং সংযোগ সড়ক।

যার ফলে যে কোন মূহুর্তে দণন ইউনিয়নের সংযোগ সড়কের যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পাওে বলে আশংকা এলাকাবাসীর। পাইন্দং ইউপির যোগিনীঘাটা হালদা ব্রীজের পশ্চিম পাশের এই গ্রামীণ সড়ক দিয়ে প্রতিনিয়ত চলাচল করে দুই ইউনিয়নের অসংখ্য মানুষ।

তাছাড়াও সড়কটি ধসে গেলে হালদা নদীর পানি বৃদ্ধি পাওয়া মাত্রই প্লাবিত হওয়ার সম্ভাবনা পূর্ব ফটিকছড়ির বিস্তীর্ণ এলাকা।গত কয়েক বছর পর্যন্ত এমন ভয়াবহ পরিস্থিতি হওয়া সত্বেও টনক নড়ছে না স্থানীয় ইউনিয়নের জনপ্রতিনিধিসহ উপজেলা প্রশাসনের এমনটাই অভিযোগ স্থানীয় একালাবাসীর

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.