হাসপাতালে ব্যক্তির মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

0

বোয়ালখালী প্রতিনিধি,সিটিনিউজ ::  চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) এ চিকিৎসাধীন অবস্থায় আবদুর রহিম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি তাকে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে আবদুর রহিম মারা যান বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে নগরীর পাঁচলাইশ থানা পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন শেষে শুক্রবার (১৩ অক্টোবর) ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

নিহত আবদুর রহিম উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের কেরানী বাজার এলাকার মজিদ বলী বাড়ির মৃত সিরাজুল হকের ছেলে। তিনি পেশায় একজন গাড়ির রং মিস্ত্রী। তাঁর দুই সংসারে ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। তিনি পরিবার নিয়ে নগরীর পাহাড়তলী হাজি ক্যাম্প এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহতের ভাগিনা মো. ফারুক জানান, ভগ্নিপতির মৃত্যুর ৪দিনের দিন দাওয়াতে যোগ দিতে গত সোমবার (৯ অক্টোবর) গ্রামের বাড়িতে আসেন আবদুর রহিম। ওইদিন বিকেলে স্থানীয় এক ব্যক্তি ঘর থেকে ডেকে নিয়ে যায়।

পরে রাত ১০টার দিকে অটোরিকশা করে আবদুর রহিমকে বাড়িতে এনে দেয়। এসময় তিনি বমি করতে থাকেন।

এরপর রহিমের শারীরিক অবস্থার অবনতি ঘটলে বুধবার (১১অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে চমেক হাসপাতালের ৩য় তলার ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হলে পরবর্তীতে ১৮নম্বর ওয়ার্ডের ৪৫নম্বর বেডে স্থানান্তর করেন চিকিৎসক। বৃহস্পতিবার রাত ৯টার দিকে হাসপাতালে মারা যান রহিম।

নিহতের ২য় স্ত্রী রেনু বেগম (৩২) অভিযোগ করে বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে মদের সাথে বিষাক্ত দ্রব্য খাইয়ে দিয়ে এ ঘটনা ঘটিয়েছে’। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করবেন বলে জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল গফুর। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.