১৬ ডিসেম্বর ‘নেতা’ হয়ে আসছেন শাকিব

0

বিনোদন জগৎ,সিটিনিউজ :: দেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও বিদ্যা সিনহা মিম অভিনীত রাজনৈতিক গল্প নিয়ে নির্মিতব্য চলচ্চিত্র ‘আমি নেতা হব’ মুক্তির লক্ষ্য ঠিক হয়েছে ১৬ ডিসেম্বর।

প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার প্রধান সেলিম খান এ তথ্য জানিয়েছেন।

প্রযোজক আরো জানান, ছবিটির দেশের অংশের ক্যামেরার কাজ শেষ হবে ৫ অক্টোবর। ছবির দু’টি গানের শুটিং করতে শিগগির দেশের বাইরে যাবে ‘আমি নেতা হবো’ টিম।

এরআগে শাকিব খান প্রধান অভিনেতা হওয়ায় উত্তম আকাশ পরিচালিত ছবিটি শুটিংয়ের শুরুতেই চলচ্চিত্র পরিবারের নিষেধাজ্ঞার মুখে পড়ে। পরে আদালতের আদেশে কাজ শুরু হয় ছবির।

অন্যদিকে কক্সবাজারেও শুটিংয়ের সময়ও জঙ্গি হামলার আশঙ্কায় বন্ধ হয়ে গিয়েছিল শুটিং।

এসব বিষয় নিয়ে প্রযোজক সেলিম খান বলেন, অনেক বাধা পেরিয়ে আমাদের ছবির ক্যামেরার দেশীয় অংশের কাজ বৃহস্পতিবার শেষ হয়েছে। দুটি গানের কাজ হয় সিঙ্গাপুর অথবা থাইল্যান্ডে করব।

ছবির মুক্তি নিয়ে প্রযোজক বলেন, ছবির বিষয় যেহেতু রাজনীতি তাই খুবই ইচ্ছা আছে বিজয় দিবসে মুক্তি দেওয়ার। কারণ ১৫ ডিসেম্বরও শুক্রবার। ফলে আমরা ১৬ ডিসেম্বরটা পেয়ে যাব। আর বিজয়ের আনন্দে মানুষ চলচ্চিত্রটির রাজনৈতিক উত্তাপ উপভোগ করবে।

‘আমি নেতা হবো’ ছবিতে মেয়র পদপ্রার্থী হয়ে পর্দার রাজনীতির ময়দানে লড়বেন শাকিব খান। চলচ্চিত্রটিতে আরো অভিনয় করছেন সাদেক বাচ্চু, কাজী হায়াত, ওমরসানী, মৌসুমী, সুপ্তি শেখ প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.