৯৬ অনুচ্ছেদ আবার সংশোধনের ইঙ্গিত

0

সিটিনিউজ ডেস্ক:: তিন বছর আগে বিচারক অপসারণের ক্ষমতা সংসদে ফিরিয়ে এনে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ এ পরিবর্তন এনে যে ষোড়শ সংশোধনী পাস হয়েছিল, সেটাকে অবৈধ ঘোষণা করেছে আপিল বিভাগ।

তবে আইনমন্ত্রী আনিসুল হক এই অনুচ্ছেদ আবার সংশোধনের ইঙ্গিত দিয়েছেন।

ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১০ দিনের মাথায় বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী এই ইঙ্গিত দেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘পঞ্চদশ সংশোধনীতে ৯৬ অনুচ্ছেদকে পরিবর্তন করা যায় নাই বলেই আর কখনো ৯৬ অনুচ্ছেদকে সংশোধন করা যাবে না এরকম কোনো সাংবিধানিক বাধ্যবাধ্যকতা কোথাও নাই।’

২০১৪ সালের ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব সংসদে পাস হয়, যা ষোড়শ সংশোধনী হিসেবে পরিচিত।

এই সংশোধনীতে বিচারক অপসারণে সামরিক শাসনামলে করা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ব্যবস্থার বিলোপ করে সংসদের হাতে সে ক্ষমতা ফিরিয়ে আনা হয়। কিন্তু উচ্চ আদালত এই সংশোধনীকে অবৈধ ঘোষণা করে দিয়েছে।

আপিল বিভাগের বক্তব্য হচ্ছে, সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনর্বহাল হওয়ায় বিচার বিভাগের স্বাধীনতা খর্ব হতো।

তবে আইনমন্ত্রী  বলেছেন, ‘৯৬ অনুচ্ছেদ পুনর্বহাল হওয়ায় কোথায় বিচার বিভাগের স্বাধীনতা খর্ব হল সেটা আমি বুঝতে পারি না।’

‘আমি বলতে চাই যে মূল সংবিধানের কোন বিধানের জুডিসিয়াল রিভিউ হয় কিনা এ বিষয়ে যথেষ্ট বিতর্ক আছে। …আমরা মনে করি সুপ্রিম জুডিসিয়া কাউন্সিল পদ্ধতি অত্যন্ত অস্বচ্ছ এবং নাজুক

তাই এর পরিবর্তনের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারকদের  স্বাধীনতা এবং তাদের চাকরির নিশ্চয়তা রক্ষা করা হয়েছিল বলেই আমাদের বিশ্বাস।’

আইনমন্ত্রী বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই যে, ষোড়শ সংশোধনী দ্বারা সংসদ বিচার বিভাগের সাথে কোনো পাওয়ার কনটেস্ট এ অবতীর্ণ হয় নাই। বরঞ্চ বিচার বিভাগের স্বাধীনতাকে সুদূঢ় করার প্রচেষ্টাই করেছে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.