আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের অনেক প্রাপ্তি রয়েছে

0

সিটি নিউজ ডেস্ক :  ২৫ নং রামপুর ওয়ার্ডস্থ ঈদগাঁহ বরফ কলে হযরত আবু বকর ছিদ্দিকী (রা.) জামে মসজিদ মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে বিশিষ্ট সমাজসেবক ফরিদ মাহমুদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে এদেশের উল্লেখযোগ্য অর্জনগুলোতে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্টনায়ক শেখ হাসিনা অন্যন্য ভূমিকা রেখে চলেছেন। আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের অনেক প্রাপ্তি রয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সারা বিশ্বে পালিত হচ্ছে। বিশ্ব শান্তি মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে। সৈনিক অফিসারদের বিদেশি মুদ্রা অর্জনের ফলে এদেশের অর্থনীতি সমৃদ্ধি হয়েছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। ভিশন-২০২১ লক্ষমাত্রা অর্জিত হবে। ইউনেস্কো কর্তৃক ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। মাথাপিছু আয় ১৫শ ডলার অতিক্রম করেছে। বিশ্বের যোগ্যতম রাষ্ট্রনায়ক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২য় স্থান অর্জন করেছেন।

রামপুর ঈদগাঁহ বরফকলস্থ হযরত আবু বকর ছিদ্দিকী (রা.) জামে মসজিদে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড জনগণকে অবহিত করণের কর্মসূচির আলোকে মুসল্লিদের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল, মসজিদের সম্মানিত খতিব আলহাজ্ব মাওলানা মৌলভী সৈয়দুল ইসলাম।

২৩ মার্চ জুমা’র নামাজের পরে চট্টগ্রামের প্রাণপ্রিয় অভিভাবক, বীর চট্টলার সিংহ পুরুষ সাবেক মেয়র মুক্তিযোদ্ধা আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত শেষে তবারুক বিতরণ করা হয়। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের বিভিন্ন তথ্য সম্বলিত প্রচারপত্র মুসল্লিদের হাতে তুলে দেন বিশিষ্ট সমাজসেবক ফরিদ মাহমুদ।

এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক ইউসুফ সর্দার, চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য এস.এম সাইদ সুমন, সাইফুর রহমান পলাশ, শেখ নাছির আহমেদ, হোসেন সরোয়ার্র্দী, মসজিদ পরিচালনা পর্ষদের আহমেদ মিয়া সওদাগর, হাজী একেএম শাহজাহান, মো. তাজুল ইসলাম, মো. ইসহাক মিয়া, আলী হায়দার, আবুল কাশেম ভূইয়া, ফরিদ আহমেদ মেম্বার, মসজিদের ঈমাম মাওলানা মো. সরোয়ার, মাওলানা মো. হাবিব, যুবনেতা ইয়াছিন ভূইয়া, মো. নুরুজ্জামান, মো. সালমান, মসজিদ পরিচালনা পর্ষদের সদস্য সরোয়ারুল আলম, মো. হাবিব, আবদুল করিম, মো. নুরু, মো. সাত্তার, মোশারফ হোসেন পুলক, মো. রাসেল, মো. নুর উদ্দিন, মো. মাহবুবু, মো. বাদশা সরোয়ার রিপন প্রমুখ। শেষে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সমাজসেবক আলহাজ্ব ফরিদ মাহমুদকে নির্মাণাধীন মসজিদের বিভিন্ন অংশ ঘুরে দেখান এবং কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.