চন্দনাইশ আ.লীগে হাইব্রীডরা সক্রিয় : গণতন্ত্রের উৎসবে পুলিশের বাধা

0

নিজস্ব প্রতিবেধক :  চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান চেয়ারম্যান বলেন, চন্দনাইশ আওয়ামীলীগে একটি দুষ্টচক্র ও হাইব্রীডরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সপ্ন কলংকিত করার চেষ্টায় এখনো সক্রিয় । তাদেরকে চিহ্নিত করতে হবে না হলে সংগঠনটি  আক্রান্ত হবে । গতকাল শুক্রবার (২৭ জানুয়ারী)গণতন্ত্রের উৎসব মঞ্চে বিকেলে  সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন ।

চন্দনাইশের বরকল ব্রীজ সংলগ্ন মাঠে সপ্তাহব্যাপী চলমান গণতন্ত্রের বিজয় উৎসব সমাপ্ত হয়েছে। ২৭ জানুয়ারি শুক্রবার বিকেলে সংবাদ মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন উৎসব কমিটির চেয়ারম্যান আরাফাতুর রহমান রাশেদ ও মহাসচিব এম আনছারুল হক। সমাপ্তি অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান চেয়ারম্যান।

হাবিবুর রহমান বলেন,  জাতীয় জীবনে গ্রামীণ এলাকায় রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মকান্ড যেহেতু প্রায় নেই বললেই চলে সেই মুহুর্তেই বঙ্গবন্ধুর অনুসারী চন্দনাইশ ও আনোয়ারার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের নিয়ে অনুষ্ঠিত মেলার আয়োজন করা হয়। অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এ উৎসবের ধরণ এবং বাস্তবতা প্রত্যক্ষভাবে উপস্থিতির মাধ্যমে উপভোগ করেছেন এলাকার হাজার হাজার নারী পুরুষসহ আবালবৃদ্ধবনিতা। উৎসব বা মেলায় কোন ধরণের অশ্লীল নৃত্য, জুয়া, অসামাজিক কর্মকান্ড ছিল না।

অত্যন্ত সুন্দর, সুষ্ঠুভাবে মেলা অনুষ্ঠিত হয়েছিল। সপ্তাহব্যাপী (২১ থেকে ২৭ জানুয়ারি)সংবাদ সম্মেলন অনুষ্ঠানের দিনটিই ছিল শেষ দিন। অথচ অদৃশ্য ইঙ্গিতে এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হয়েছিল, যা সত্য নয়। যুগে যুগে একটি চক্র স্বাধীনতা যুদ্ধ, গণতন্ত্র, আওয়ামীলীগ, সরকার ও সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। এ চক্রটি আরেকটি মিথ্যা অভিযোগ দিয়ে গণতন্ত্র উৎসবকে শেষ মুহূর্তে কলংকিত করার চেষ্টা করেছে। কারণ এ উৎসব স্বাধীনতা বিরোধী, দেশদ্রোহী, গণতন্ত্র বিদ্বেষী, মানুষ হত্যাকারী ও বোমাবাজদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করেছে। কিন্তু গণতন্ত্রের বিজয় উৎসবটি পুলিশের বাধায় পন্ড হয়ে যায় ।

উৎসব কমিটির চেয়ারম্যান আরাফাতুর রহমান রাশেদ এর সভাপতিত্বে ও মহাসচিব এম আনছারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কায়ছার উদ্দিন চৌধুরী, বরকল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদুল আলম চৌধুরী, বরমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, বরকল সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সভাপতি সেলিম উদ্দিন, ইউপি মেম্বার লেদু মিয়া, শহীদপুত্র মেম্বার রূপন কান্তি বিশ্বাস, যুবলীগ নেতা ইমতিয়াজ সেলিম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইমরান খান, প্রদীপ দাশ সুমন, জামাল উদ্দিন, আনোয়ারা ছাত্রলীগ নেতা ওসমান গণি, কো-চেয়ারম্যান মো. হাসান চৌধুরী, জাহেদুল ওসমান নেছার, সাহেদ হেলাল উদ্দিন, রফিক উদ্দিন, আমির হোসেন চৌধুরী, মহিউদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা আতিকুর রহমান, মিয়া প্রমুখ।

উল্লেখ্য, গণতন্ত্রের বিজয় উৎসবে ছয়দিনব্যাপি চট্টগ্রামের বিশিষ্টজনদের পাশাপাশি সাংবাদিক নেতৃবৃন্দসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ রাজনীতিবীদগণ উপস্থিত থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক বক্তব্য রেখেছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.